নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যরবৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জে ক্যাবের মানববন্ধন
সুনামগঞ্জ ব্যুরো প্রধান :
আলু ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবোদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সুনামগঞ্জ জেলা কমিটি।
সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১ টায় স্থানীয় ট্রাফিক পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সমাজসেবক নুরুল হাসান আতাহের, জেলা স্বাস্থ্য অধিকার ফোরকমের যুব বিষয়ক সম্পাদক মো. শেরুজ্জামান, জেলা ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন প্রমুখ।
দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতি মুনাফা লোভীদের কারণে আলু ও পেঁয়াজ সাধারণ ভোক্তাদের নাগালের বাহিরে এবং আইনে নিষিদ্ধ বাজারে খোলা ভোজ্য তেল (ড্রামে) বিক্রির প্রতিবাদে মানববন্ধন শেষে ৮ দফা দাবিতে দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান করেন জেলা ক্যাব নেতৃবৃন্দ।