ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪ | আপডেট: ১১:০৪:পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪

সুনামগঞ্জ ব্যুরো প্রধান :
আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে স্থানীয় ট্রাফিক পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক কলিম উদ্দিন আহমদ মিলন। এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, অ্য্যাাডভোকেট মাসুক আলম, আ ত মমিসবাহ,রেজাউল হক, অ্যাডভোকেট শেরে নূর আলী, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য নূরুল ইসলাম নূরুল, মুনাজ্জির হোসেন সুজনসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পতিত স্বৈরাচার হাসিনাকে প্রত্যাবাসনের জন্য ভারতের নরেন্দ্র মোদি ষড়যন্ত্র করে যাচ্ছে। বক্তারা আরো বলেন, আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা কেন মুদি সরকার এর জবাব দিতে হবে।

বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বিতাড়িত হওয়ায় পর এদেশের মানুষ আনন্দে আছে, স্বাধীনভাবে চলাফেরা করতে পাচ্ছে। কিন্তু দিল্লি ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমাদের ভালো কিছু দিল্লি কখনো ভালো চোখে দেখেনি। আগরতলায় আমাদের ডেপুটি হাইকমিশনে আক্রমণ, পতাকা ছিঁড়েছে তারা। এর তীব্র নিন্দা জানাই।

বক্তারা অরো বলেন, নরেন্দ্র মুদি ভারতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, সেখানে নজর দাও। বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই। আমরা হিন্দু, মুসলমান ও বৌদ্ধা-খ্রিষ্টান ভাই ভাই। আমরা মিলে মিশে বসবাস করছি। সুতরাং মুদি তুমি ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তায় নজর দাও।