মৌলভীবাজারের কুলাউড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব রটনাকারীদের বিরুদ্ধে সজাগ থাকা এবং কোনো ধরনের বিভ্রান্তিজনক পোস্ট কাউকে শেয়ার না করার আহবান জানিয়ে ইউএনও বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হলে ষড়যন্ত্রকারীরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না।
সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর বড়লেখা ক্যাম্পের কমান্ডার মেজর ইরতিকা। তিনি বলেন, সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে একটি কুচক্রী মহল ঘৃণিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এদের ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশ ও সমাজকে রক্ষা করে আমাদের সবাইকে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের সাবেক আমির মো. হামিদ খান, উপজেলা নায়েবে আমির মো. জাকির হোসেন, পূজা উদযাপন পরিষদের আহবায়ক ডা. অরুণাভ দে, গণমাধ্যমকর্মী মোক্তাদির হোসেন ও মাহফুজ শাকিল, নাগরিক ঐক্য পরিষদ নেতা লিংকন তালুকদার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহরুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, থানার ওসি মো. গোলাম আপছার, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন, কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুশীল সেনগুপ্ত, বর্তমান সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মোন্তাজিম, বীর মুক্তিযোদ্ধা মো. মাসুক মিয়া, পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব অজয় দাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা আদনান চৌধুরী প্রমুখ।