ইতালির ভেনিসে গ্রীন সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর কমিটি ঘোষণা। পুনরায় সভাপতি ছানার ও সম্পাদক সানি
ইতালি প্রতিনিধি
ইতালির ভেনিসে সিলেট বিভাগের চার জেলার প্রবাসীদের নিয়ে প্রথম গঠিত সংগঠন গ্রিন সিলেট এসোসিয়েশন এর কার্যকরী কমিটির পুনর্গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাবেক উপদেষ্টা ও সমন্বয়কারীদের মতামতের ভিত্তিতে দ্বিতীয় মেয়াদে মো মাহবুব হাসান ছানারকে সভাপতি আসকির আলী কে সিনিয়র সহ সভাপতি ,সানি আলী কে সাধারণ সম্পাদক ও আমির হোসেন ও এইস এম সোহাগ কে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও একেএম মাহবুবুর রহমান কে পুনরায় প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রধান করা হয়।
শনিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে গ্রিন সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মাহবুব হাসান ছানার এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক আমানুর রহমান আমান ও সানি আলীর যৌথ পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রিন সিলেট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা একেএম মাহবুবর রহমান,সিলেটের প্রবীণ কমিউনিটি নেতা মো শাহাবুদ্দিন ,হাবিবুর রহমান ,ইউনুস মিয়া ,নাজমুল হোসেন।
এসোসিয়েশনের পুনর্গঠন নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশনের সদস্য ফয়ছল আহমেদ পলাশ ,সুহেল আহমেদ ,রুজেল আহমেদ ,আজিমুল হক পলাশ ,রাজন আহমেদ ,ফয়েজ আহমেদ ,আওলাদ হোসেন প্রমুখ।
আলোচনা শেষে এসোসিয়েশনের সভাপতি সহ কার্যকরী কমিটি পুনর্গঠনের জন্য উপস্থিত প্রবীণ নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা সাপেক্ষে ও উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আংশিক কমিটি ঘোষণা করেন সাবেক সভাপতি প্রতিষ্ঠাতা সদস্য বর্তমানে প্রধান উপদেষ্টা একেএম মাহবুবুর রহমান।
পরিশেষে এসোসিয়েশনের সুন্দর মুহূর্তগুলো আরো প্রাণবন্ত করে তুলতে একটি কেকে কেটে আনন্দপরিবেশে একে অপরকে খাওয়ান এবং আয়োজকদের পক্ষ থেকে রাতের আপ্পায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি গঠে।
উপস্থিত সবাইকে গ্রিন সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং নতুন কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা সিলেট প্রবাসীদের নিকট সহযোগিতা কামনা করেন।