কুলাউড়ায় আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান আজাদ গ্রেফতার

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪ | আপডেট: ৭:৪৩:অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. মুহিবুল ইসলাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে কর্মধা ইউনিয়ন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের সার্বিক দিকনির্দেশনায় বিকেলে এ অভিযান পরিচালনা করেন থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আলীম। তাকে সহায়তা করেন এসআই সাদেক ও এএসআই আসিফ করিম।

আব্দুল আলীম বলেন, আজাদের বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। বিকাল সাড়ে ৪টার দিকে কর্মধা বাজার এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত চেয়ারম্যান আজাদকে ১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হবে।