জগন্নাথপুর প্রতিনিধি:
স্বজনদের চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে পথিমধ্যেই এক সড়ক দুঘর্টনায় প্রাণ হারালেন সুনামগঞ্জের জগন্নাথপুরের দুই যুবক। গতকাল শনিবার ( ১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার লালারগাঁওয়ে সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোচালকসহ ৪ জন। নিহতরা হলেন, জগন্নাথপুর পৌরসভার আলখানাপাড় এলাকার আঞ্জব উল্লার ছেলে রুহুল আমিন রাহুল (২৬) ও একই উপজেলার ভবানিপুর এলাকার আব্দুস ছাত্তারের ছেলে আব্দুল মুকিত (৪০)।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহতদের পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতদের পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে রুহুল আমিন রাহুল তার নানিকে নিয়ে চিকিৎসকের কাছে সিলেট যান। একইভাবে আব্দুল মুকিত তার ভাতিজিকে নিয়ে সিলেটে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। চিকিৎসার কাজ শেষ করে সন্ধ্যায় সিলেটের কিনব্রিজের এলাকা থেকে ভাড়ায় চালিত অটোরিকশা যোগে তারা সবাই জগন্নাথপুরে আসছিলেন। পথিমধ্যে দক্ষিণ সুরমার লালাবাজার (লালারগাঁও) এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রুহুল আমিন রাহুল ও আব্দুল মুকিত মারা যান। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।