সুনামগঞ্জ ব্যুরো প্রধান :
সুনামগঞ্জ বাসস্টেন্ড এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ মো. পারভেজ (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। আটককৃত পারভেজ সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ নতুন বাসস্টেন্ডে অভিযান চালিয়ে ডিবি’র একটি আভিযানিক দল তাকে আটক করে।
পুলিশ জানায়, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দো পুলিশ (ডিবি)’র এসআই পলাশ চৌধুরী দিপনের নেতৃত্বে একদল ডিবির জোয়ান সুনামগঞ্জ নতুন বাসস্টেন্ড এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. পারভেজকে আটক করে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম জানান, আটককৃত মাদক ব্যবসায়ী মো. পারভেজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে পারভেজকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।