জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দ্রব্যমূল্য নিয়ন্তয়নে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্র জানায়, স্থানীয় প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ’র নেতৃত্বে পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দ্রব্য মূল্যের তালিকা না দেখাতে পারায় একটি ঔষধের দোকানসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও বরকত উল্লাহ বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে।