কুলাউড়ায় নবীন চন্দ্র উচ্চবিদ্যালয়ের ১১৬ বছর পূর্তি উদযাপনে থাকবে সেনাবাহিনীসহ ছয় স্তরের নিরাপত্তা

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫ | আপডেট: ১২:৪৪:পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়ায় ঐতিহ্যবাহী নবীন চন্দ্র উচ্চবিদ্যালয়ের ১১৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আগামী ৪ জানুয়ারি দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য বিদ্যালয়ের উৎসব সফল করতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক মো. এনামুল ইসলাম, নিরাপত্তা ও শৃঙ্খলা উপকমিটির আহবায়ক সুফিয়ান আহমেদ, যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম মিন্টু ও রেজাউল আলম ভূঁইয়া খোকন, অর্থ উপকমিটির সদস্য সুরমান আহমেদ, শৃঙ্খলা উপকমিটির সদস্য ও বর্তমান শিক্ষার্থীদের প্রতিনিধি বিদ্যালয়ের শিক্ষক সোহেল আহমদ, রেজিস্ট্রেশন উপকমিটির আহবায়ক জহিরুল ইসলাম এশু, আপ্যায়ন উপকমিটির আহবায়ক কাওছার আহমদ বাপ্পু, কনসার্ট উপকমিটির আহবায়ক মাসুদ রানা, মিডিয়া উপকমিটির সদস্য নাজমুল বারী সোহেল ও আশিকুল ইসলাম বাবু।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটি জানান, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ উৎসবে প্রাক্তন, বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, এপিবিএন পুলিশসহ ছয় স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসি ক্যামেরা, স্কাউট স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

আয়োজক কমিটি আরও জানান, পুনর্মিলনীতে ইতোমধ্যে ২ হাজার ৫ শত ৯৮ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এই অনুষ্ঠানে ব্যয় বাবদ বাজেট ধরা হয়েছে প্রায় ৩৫ লাখ টাকা। ৪ জানুয়ারির প্রথম অধিবেশন উদ্বোধনে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট শিল্পপতি, ইস্টকোস্ট গ্রুপের চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আজম জে চৌধুরী। সকালে কুলাউড়া ডাকবাংলো প্রাঙ্গণ থেকে শুরু হওয়া আনন্দ র‌্যালির উদ্বোধক থাকবেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ।

দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. মোকাব্বির হোসেন। ওই অধিবেশনে বিভিন্ন ব্যাচের স্মৃতিচারণ ও সম্মাননা স্মারক প্রদান করা হবে। তৃতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী মাইনুল আহসান নোবেল, স্থানীয় শিল্পীসহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের ব্র্যান্ড প্লাটফর্ম-৩, জানকাস ও বাফারিং দল।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটি অনুষ্ঠানটি সফল করতে সাংবাদিকসহ ও সবার সহযোগিতা কামনা করেছেন।