কুলাউড়ায় নবীন চন্দ্র উচ্চবিদ্যালয়ের ১১৬ বছর পূর্তি উদযাপনে থাকবে সেনাবাহিনীসহ ছয় স্তরের নিরাপত্তা
মৌলভীবাজারের কুলাউড়ায় ঐতিহ্যবাহী নবীন চন্দ্র উচ্চবিদ্যালয়ের ১১৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আগামী ৪ জানুয়ারি দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য বিদ্যালয়ের উৎসব সফল করতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক মো. এনামুল ইসলাম, নিরাপত্তা ও শৃঙ্খলা উপকমিটির আহবায়ক সুফিয়ান আহমেদ, যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম মিন্টু ও রেজাউল আলম ভূঁইয়া খোকন, অর্থ উপকমিটির সদস্য সুরমান আহমেদ, শৃঙ্খলা উপকমিটির সদস্য ও বর্তমান শিক্ষার্থীদের প্রতিনিধি বিদ্যালয়ের শিক্ষক সোহেল আহমদ, রেজিস্ট্রেশন উপকমিটির আহবায়ক জহিরুল ইসলাম এশু, আপ্যায়ন উপকমিটির আহবায়ক কাওছার আহমদ বাপ্পু, কনসার্ট উপকমিটির আহবায়ক মাসুদ রানা, মিডিয়া উপকমিটির সদস্য নাজমুল বারী সোহেল ও আশিকুল ইসলাম বাবু।
সংবাদ সম্মেলনে আয়োজক কমিটি জানান, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ উৎসবে প্রাক্তন, বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, এপিবিএন পুলিশসহ ছয় স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসি ক্যামেরা, স্কাউট স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
আয়োজক কমিটি আরও জানান, পুনর্মিলনীতে ইতোমধ্যে ২ হাজার ৫ শত ৯৮ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এই অনুষ্ঠানে ব্যয় বাবদ বাজেট ধরা হয়েছে প্রায় ৩৫ লাখ টাকা। ৪ জানুয়ারির প্রথম অধিবেশন উদ্বোধনে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট শিল্পপতি, ইস্টকোস্ট গ্রুপের চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আজম জে চৌধুরী। সকালে কুলাউড়া ডাকবাংলো প্রাঙ্গণ থেকে শুরু হওয়া আনন্দ র্যালির উদ্বোধক থাকবেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ।
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. মোকাব্বির হোসেন। ওই অধিবেশনে বিভিন্ন ব্যাচের স্মৃতিচারণ ও সম্মাননা স্মারক প্রদান করা হবে। তৃতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী মাইনুল আহসান নোবেল, স্থানীয় শিল্পীসহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের ব্র্যান্ড প্লাটফর্ম-৩, জানকাস ও বাফারিং দল।
সংবাদ সম্মেলনে আয়োজক কমিটি অনুষ্ঠানটি সফল করতে সাংবাদিকসহ ও সবার সহযোগিতা কামনা করেছেন।