লোকমান হোসেন কাজী : বৃটেনে বেড়ে উঠা নতুন প্রজন্মের বাঙালীদের মধ্যে বাংলাদেশের মহান বিজয় দিবস ও স্বাধীনতার গৌরবময় ইতিহাস তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে মহান বিজয় দিবস পালন করেছে যুক্তরাজ্যের ডারবিশায়ার আওয়ামীলীগ। ডারবিশায়ার আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নানা নেতৃবৃন্দ ও কমিউনিটির নানাজনের উপস্থিতিতে স্থানীয় একটি রেস্তুরায় এ উপলক্ষ্যে আয়োজন করা হয় মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল। আলকাস মিয়ার পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে প্রথমেই সমবেত কন্ঠে পরিবেশন করা হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,জাতীয় চার নেতাসহ একাত্তরের সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে অনুষ্টিত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ডারবিশায়ার আওয়ামীলীগের আহবায়ক আব্দুল শহীদ মাষ্টারের সভাপতিত্বে ও মারজান উদ্দিন আহমেদের পরিচালনায়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডারবিশায়ার আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মিসবাহ চৌধুরী,বাচ্চু মিয়া,নোমান হোসেন,মতিন মিয়া,শহীদ উল্লাহ,মফিজ আলী,শেখ মুজিবুর রহমান প্রমূখ। এসময় বক্তারা বাংলাদেশ এখন স্বাধীনতা বিরোধীদের হাতে পড়েছে উল্লেখ করে মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে বাংলাদেশ পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন। সব শেষে মোস্তাফিজুর রহমানের পরিচালনায় মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।