কুলাউড়ায় লংলা কলেজে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল করিম নিপুকে সংবর্ধনা

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫ | আপডেট: ৯:২৫:অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের ১ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, কলেজের আজীবন দাতা সদস্য, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপুকে সংবর্ধনা দেয়া হয়েছে।

২ জানুয়ারি বিকেলে কলেজ মিলনায়তনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের এ্যাডহক কমিটির সভাপতি ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমানের সভাপতিত্বে প্রভাষক মো. গোলাপ মিয়ার সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন খন্দকার আব্দুল করিম নিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সদস্য সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক মো. নজমুল হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, সাংবাদিক মোক্তাদির হোসেন ও মইনুল হক পবন প্রমুখ।

অনুষ্ঠানে কুলাউড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজের ১ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, কলেজের আজীবন দাতা সদস্য, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপুকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বক্তারা লংলা কলেজের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান ও বিভিন্ন সময়ে কলেজে আর্থিক অনুদান প্রদান করায় কৃতজ্ঞতা জানান। সংবর্ধনা শেষে খোন্দকার আব্দুল করিম নিপু আগামী ১৮ জানুয়ারি কলেজের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য ১৭০০০০ টাকা অনুদানের চেক হস্তান্তর করেন কলেজ কর্তৃপক্ষের কাছে। কলেজের শিক্ষার উন্নয়ন ও অন্যান্য প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সংবর্ধিত অতিথি ও কমিউনিটি নেতা খোন্দকার আব্দুল করিম নিপু।