কুলাউড়ায় বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহের ও মেলার উদ্বোধন

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫ | আপডেট: ৬:৪৬:অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দু’দিনব্যাপী উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার, প্রদর্শণী এবং ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) পৌর শহরের বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন এর সভাপতিত্বে ও লংলা আধুনিক ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোঃ মাজারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিসিসিআইআর’র প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মো: অহেদুল আকবর। স্বাগত বক্তব্য দেন বিসিসিআইআর’র সাইন্টিফিক অফিসার নাতাশা নাফিসা হক। অনুষ্ঠানের মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিসিআইআর’র সিনিয়র সাইন্টিফিক অফিসার সুমন চন্দ্র দেবনাথ প্রমুখ.

প্রধান অতিথির বক্তব্যে বিসিসিআইআর’র প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মো: অহেদুল আকবর বলেন, এই অনুষ্ঠান আয়োজনের মূল কারণ হলো- আমাদের নতুন প্রজন্ম শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান নিয়ে পড়াশোনার আগ্রহ সৃষ্টি করা। লাগসই প্রযুক্তির ব্যবহার করা এবং বিজ্ঞান মনস্ক জাতি গঠন করা।

দু’দিন ব্যাপী অনুষ্ঠিত এই মেলায় কুলাউড়া উপজেলার ৩৩টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্টলসহ মেলায় অংশ নিয়েছেন।
অনুষ্টানে বিদ্যালযের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, সরকারি বিভিন্ন বিভাগের প্রধান, সাংবাদিকসহ শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।