সুনামগঞ্জে বিনামূল্যে ৮৮০৫ দুস্থ নারী পাচ্ছেন পুষ্টি সমৃদ্ধ চাল

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫ | আপডেট: ৬:৪৯:অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

সুনামগঞ্জ ব্যুরো প্রধান :
সুনামগঞ্জের ৪ উপজেলার ৮ হাজার ৮০৫ জন দুস্থ নারী প্রতিমাসে বিনামূল্যে জনপ্রতি পাচ্ছেন ৩০ কেজি করে চাল ।জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় এ তথ্য জানানো হয়েছে। উপজেলাগুলো হচ্ছে, ছাতক উপজেলা, দোয়ারাবাজার, তাহিরপুর ও বিশ^ম্ভরপু। এসব উপজেলার ভার্নানেবল ওমেন বেনিফিশারি (ভিডবিøউবি) এ প্রকল্পের আওয়তায় কর্মক্ষম নারীরা এ প্রকল্পের প্রতিমাসে ৩০ কেজি করে বিনামূল্যে পুষ্টি সমৃদ্ধ চাল প্রদান করা হয়।

এছাড়ও জেলার ছাতক, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ, বিশ^ম্ভরপুর ও শাল্লা উপজেলার ৩৭ হাজার ২৪০ জন কার্ডধারীদের প্রতিমাসে খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে ১৫ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি চাল প্রদান করা হয়। বিনামূল্যে ৮ হাজার ৮০৫ জন নারীকে ২৬৪ মেট্রিক টন পুষ্টি সমৃদ্ধ চাল এবং ১৫ টাকা কেজি দরে ৩৭ হাজার লোককে দেয়া হচ্ছে, ১ হাজার ১১৭ মেট্রিকটন পুষ্টি সমৃদ্ধ চাল।

রোববার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পুষ্টি সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ছব্বির আহমদ আকুঞ্জি, ডেপুটি সিভিল সার্জন ডা. সুকদেব সাহা, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস-এর সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী, ভারপ্রাপ্ত জেলা সহকারি খাদ্য নিয়ন্ত্রক মুশফিকুর রহমান, বিশ^ম্ভরপুর উপজেরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহহেলা ফারুকী প্রমুখ।

ইউএসএআইডির কমিউনিটি নিউট্রিশন এণ্ড হেল্থ এ্যাক্টিভিটি ডিস্ট্রিক্ট ম্যানেজার এ কে শামীম আহমদের সঞ্চালনায় জাতীয় পুষ্টি কার্যক্রমের বিভিন্ন তথ্য উপাত্ত তোলে ধরে হেলেনকিলারের প্রজেক্ট ম্যানেজার ডা. যতন ভৌমিক।