হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের ইতালিস্হ বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরামে স্থান দেওয়া হবে না: শাহীন কবির

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫ | আপডেট: ১:১২:পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
বরিশাল‌ বিভাগ জাতীয়তাবাদী ফোরামের আয়োজিত পূর্ণাঙ্গ কমিটির গঠনকল্পে আলোচনা সভাটি রোববার সন্ধ্যায় রোমের পিনেত্তো স্থানীয় একটি রেস্টুরেন্টের‌ হলরুমে সংগঠনের সভাপতি শাহীন কবিরের সার্বিক তত্ত্বাবধায়নে ও প্রধান উপদেষ্টা নূরে আলম বকসির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফয়েজ আহমেদ ফয়সাল, মিন্জু সরদার, নাসির খান, বাদল‌‌ মাষ্টার, সানোয়ার ভূঁইয়া, রাকিব ভূঁইয়া, সিনিয়র সহ সভাপতি জামাল সরদার , সহ সভাপতি সফিক সিকদার, প্রচার সম্পাদক আরাফাত বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক লিখন মল্লিক, কোষাধ্যক্ষ অপু খান সহ বরিশালের জিয়ার আদর্শের সৈনিকেরা।

বক্তারা বলেন, ৮০’র দশকে ৯ বছরের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজপথে আপসহীন ভূমিকা ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। তার সেই অগ্রণী ভূমিকার জন্য গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এসময় নেতৃবৃন্দরা আরো বলেন বিএনপির এই শুভ লগ্নে হাইব্রিড নেতাকর্মীদের প্রশ্রয় না দিয়ে বিএনপির দুঃসময়ে যারা অতন্দ্রপ্রহরির মতো কাজ করে গেছে তাদের নিয়ে বরিশাল‌ বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালি সু-সংগঠিত হবে।

শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা‌ হয়।