বালাগঞ্জ ওসমানী নগর গরীব কল্যাণ ট্রাষ্ট বার্মিংহাম ইউকের শোক সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫ | আপডেট: ৯:১৪:অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫

আহমেদ সুহেল : যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাসরত সিলেটের প্রবাসী বালাগঞ্জ ওসমানী নগরবাসীদের সামাজিক সংগঠন বালাগঞ্জ ওসমানী নগর গরীব কল্যাণ ট্রাষ্ট বার্মিংহাম ইউকের সহ-সভাপতি সদ্য প্রয়াতঃ কাহির হোসেন শাহীন ও সাবেক কোষাধ্যক্ষ সিরাজ আলী‘র মাতা মোছাম্মত হাওয়ারুন নেছার মৃত্যুতে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যকরী কমিটির নানা সদস্যসহ কমিউনিটির নানাজনের উপস্থিতিতে গত ৬ জানুয়ারী সোমবার বার্মিংহামের আষ্টনের চার্চ হলে এই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ ওসমানী নগর গরীব কল্যাণ ট্রাষ্ট বার্মিংহাম ইউকের সভাপতি আলহাজ্ব ওয়াদুধ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোদাচ্ছির খানের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আনহার আলী,কলিম উল্লাহ বকুল,মফিদুল গণি মাহতাব,দিলা মিয়া,সাজ্জাদুর রহমান,আবজার হোসেন,এমদাদুর রহমান সুয়েজ,এমরান আলী, সিরাজুল ইসলাম তসলু প্রমূখ। এসময় বক্তারা সদ্য প্রয়াতঃ কাহির হোসেন শাহীনের জীবদ্দশায় সংগঠনের সহ-সভাপতি হিসেবে গুরুত্বপুর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার আর্ত সামাজিক কল্যাণে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তারা সাবেক কোষাধ্যক্ষ সিরাজ আলী‘র সদ্য প্রয়াতঃ মাতা মোছাম্মত হাওয়ারুন নেছাকে একজন সফল মা হিসেবেও অভিহিত করা হয়।

শোকসভায় মরহুম কাহির হোসেন শাহীনের ভ্রাতা মোমীন হোসেন,ছেলে রেদোয়ান হোসেন এবং মরহুমা মোছাম্মত হাওয়ারুন নেছার ছেলে শফিক আলীও বক্তব্য রাখেন এবং এই শোক সভা ও দোয়া মাহফিল আয়োজন করায় তাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানা। শোক সভা শেষে মসজিদে নুরের ঈমাম মৌলানা হোসেন আহমেদের কোরান তেলাওয়াতের পর দোয়া মাহফিল পরিচালনা করেন দারুস সুন্নাহ একাডেমির প্রিন্সিপাল মুফতী মৌলানা তাজুল ইসলাম।