বার্মিংহামের বাংলা গণমাধ্যম কর্মীদের প্রতিনিধিত্বশীল সংগঠন বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে l প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও উপদেষ্টা পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে বিঅন টিভি ইউকের কনফারেন্স হলে বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় সভায় বক্তারা বলেন গণমাধ্যমের গ্রহণযোগ্যতা,সাংবাদিকদের ব্যক্তিগত যোগ্যতা ও সাংবাদিকতার সামাজিক দায়বদ্ধতা এবং প্রবাসী বাঙালীদের অর্জন তুলে ধরার ক্ষেত্রে বিলেতে বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাংবাদিকদের ভূমিকা প্রসংশনীয়,প্রবাসে বাঙালী কমিউনিটির কল্যানে সংবাদের স্বচ্ছতা ও পেশাদারিত্বতা বজায় রেখে বস্তুনিস্ট সংবাদ প্রদানের মধ্যে দিয়ে বিলেতের বাঙালী কমিউনিটির সুখ-দু:খ ও অগ্রযাত্রায় নানাভাবে ভূমিকা রেখে কমিউনিটির মুখপাত্র হিসেবেও কাজ করে যাচ্ছে বার্মিংহাম বাংলা প্রেসক্লাব l
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম,প্রেসক্লাবের বিগত দিনের নানা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে আগামীতেও এর গতিশীলতার ধারাবাহিকতা অব্যাহত রাখার উপর গুরুত্বআরোপ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য খসরু খাঁন,আব্দুল কাদির আবুল,শাকিরুর রহমান চৌধুরী শাহীন,কবি মুফিদুল গনি মাহতাব,কলামিস্ট শেবুল চৌধুরী,হাসান শরীফ,বিঅন টিভি ইউকের প্রধান নির্বাহী আব্দুল মঈন চৌধুরী সুমন,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি আমিরুল ইসলাম বেলাল,কোষাধ্যক্ষ লোকমান হোসেন কাজী,সাংগঠনিক সম্পাদক আহমেদ কাবির,নির্বাহী সদস্য রিয়াদ আহাদ,বেলাল বদরুল,মিজান রেজা চৌধুরী,সরোয়ার আহমেদ,আবু হায়দার চৌধুরী সুইট,শিপন আহমদ,আনোয়ার হোসেন,গোলাম মৌলা রাসেল প্রমুখ l সভায় আগামী ফেব্রুয়ারি মাসে বার্মিংহাম ও মিডল্যান্ডসে কর্মরত গণমাধ্যম কর্মীদের জন্য রিপোর্টিং,ক্যামেরা,ইডিটিং,ডিজিটাল গণমাধ্যমে বিশেষ প্রশিক্ষনের জন্য বৃহৎ আকারে দিনব্যাপী এক বিশেষ কর্মশালা ও সংগঠনের পক্ষ থেকে বার্মিংহাম থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু করার জন্য জোরালো ক্যাম্পেইন সহ বেশ কিছু গুরুত্ত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং বাংলাদেশ বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের হয়রানি বন্দেরও জোর দাবি জানানো হয় l