অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে চ্যারিটি সংস্থা ইউ ডোনেট ফাউন্ডেশনের সহায়তা প্রদান
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৩নং ভাটেরা ইউনিয়নের মেড়া ভুই গ্রামে গত ৩০ নভেম্বর ২০২৪, শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিল।
চ্যারিটি সংস্থা ইউ ডোনেট ফাউন্ডেশনের অর্থায়নে লতিফি হ্যান্ডসের ব্যবস্থাপনায় একটি পরিবারের জন্য নতুন গৃহ নির্মাণ এবং ঘরের যাবতীয় প্রয়োজনীয় আসবাবপত্র বিতরণ করেন হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী।
এ মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি ফিরে পেয়েছে।