সুনামগঞ্জে তারুণ্যের উৎসব উদ্বোধন

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫ | আপডেট: ৩:১৩:অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

সুনামগঞ্জ ব্যুরো প্রধান:
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে তারুণের উৎসব ২০২৫ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১৪ জানুয়ারি) বিকেলে ৪ টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে শান্তির প্রতীক পায়রা ও রং বেরংয়ের বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল কমিরে সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আ . ফ. ম. অনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এসময় মঞ্চে ছিলেন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম।

এর আগে জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ মেলার স্টলগুলো ঘুরে দেখেন।

মেলায় তারুণ্য মেলা উপলক্ষ্যে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে পৌষ মেলা, বই মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এ মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

এ মেলায় বিভিন্ন ধরণের ৫০টি স্টল বসেছে।

তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে রয়েছে সেরা বাউল অন্বেষণ প্রতিযোগিতা ২০২৫। অনুর্ধ্ব ১৮ এবং তদূর্ধ্ব ১৮ এ দুটি গ্রæপে এ অডিশন সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে আজ শুরু হয়ে চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত।

এ উৎসবে থাকছে ১৫ জানুয়ারি ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে বিতর্ক প্রতিযোগিতা, ১৬ থেকে ১৭ জানুয়ারি একই স্তানে মেধা অন্বেষণে কুইজ প্রতিযোগিতা, ১৮-১৯ জানুয়ারি সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরিতে বউ পড়া কর্মসূচি, ২২-২৩ জানুয়ারি এতিহ্য জাদুঘর প্রাঙ্গনে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” বিষয়ক তারুণ্যের কর্মশালা, ২৪-২৫ জানুয়ারি একই স্থানে তরুণ সমাবেশ, ১৪-৩০ জানুয়ারি সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, ২৯৯-৩০ সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা(লাঠিখেলা), ২৬-২৭ জানুয়ারি ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে জালাই-আগস্ট গণঅভ্যুত্থান বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এছাড়াও প্রতিদিন বিকেলে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে চলবে গাউল গানের উসৎব।