কুলাউড়া পৌরসভার ৩য় মেধাবৃত্তি পরীক্ষার শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরন

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫ | আপডেট: ২:৩২:অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আয়োজনে ৩য় মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ (৫ম ও ৮ম শ্রেণির) সাধারণ ও ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তদের বৃত্তি লাভকারী শিক্ষার্থীদের মধ্যে ১৬ জানুয়ারী (বৃহস্পতিবার) শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। পৌরসভা মিলনায়তনে পৌর প্রশাসক মো: মহি উদ্দিন এঁর সভাপতিত্বে ও সচিব শরদিন্দু ভট্রাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো : ইসরাইল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূইয়া, সাংবাদিক নাজমুল বারী সুহেল, অষ্টম শ্রেণির শিক্ষার্থী উত্তরা রায় লক্ষী।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা: জাকির হোসেন,
সমাজ সেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, পৌর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্ছু, হারুনুর রশীদ, সুলতানা বেগম লাইলী, কুলাউড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, সাংবাদিক মহি উদ্দিন রিপন, ছাত্র সমন্বয়ক আদনান চৌধুরী, শেখ বদরুল ইসলাম রানা, আরিয়ান রিয়াদ প্রমুখ।

উল্লেখ্য পৌরসভা তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণির ১২৩ ও অষ্টম শ্রেণির ৬৩ মোট ১৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।
তারমধ্যে পঞ্চম শ্রেণির ৩১ ও অষ্টম শ্রেণির ১৪ জন শিক্ষার্থী কৃতকার্য হওয়ায় তাদেরকে সাধারণ ও ট্যালেন্টপুল
বৃত্তি প্রদান করা হয়।