বাংলাদেশে বিমানের বিভিন্ন অনিয়ম, ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের উপর অত‍্যাচার ও নো ভিসা ফিস বাড়ানোর প্রতিবাদে লেষটারে সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫ | আপডেট: ৭:৪৫:অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫

১১ই জানুয়ারী ২০২৫ শনিবার জি,এস, সি ইষ্ট মিডল‍্যানডস রিজিওনের উদ্যোগে লেষটারে জি,এস, সি এর একটি ব্রানচ খোলার বিষয়ে উপস্থিত সকলেই একমত হন।

এতে সভাপতিত্ব করেন রিজিওনের চেয়ারপাসন ব‍্যারিষটার আব্দুল মজিদ তাহের এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদের পরিচালনায় উপস্থিত সকলেই
(ক) বাংলাদেশ বিমানের মানচেষটার -সিলেট-মানচেষটার ফ্লাইট বন্দের বিমানের হীনমন্যতার তীব্র প্রতিবাদ করেন । এতে যুক্তরাজ্যের নর্থ ওয়েস্ট ও নর্থের অনেক প্রবাসী বাংলাদেশী দেশে যাওয়ার সহজ সুবিধা থেকে বনচিত হবেন।
(খ) বাংলাদেশ সরকার কর্তৃক অন‍্যায় ভাবে নো ভিসা ফিস ৪৬ পাউন্ড থেকে ৭০ পাউন্ড করার তীব্র প্রতিবাদ করেন ও ভিসা ফিস ৪৬ পাউন্ডে ফেরত আনার জোর দাবী জানান ।
(গ) ঢাকা বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশীদের উপর অত‍্যাচার , অনাচার ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান ।
(ঘ) সিলেট ওসমানী বিমানবন্দরকে পুরণাংগ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করা যাতে অন‍্যান‍্য দেশের বিমান উটা নামার ব‍্যাবসথা করা।
উপস্থিত সকলেই এই ব্যাপারে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য জোর প্রতিবাদ ও দাবী জানান ।
সকলেই উষ্মা প্রকাশ করেন প্রবাসীদের পাঠানো অর্থে দেশের অর্থনীতি স্বচ্ছল থাকে, অথচ এই প্রবাসীদেরকে দেশে গেলে অনেক অত‍্যাচার ও অহেতুক হয়রানি করা হয় ।