সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক উজ্জ্বল

প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫ | আপডেট: ১২:৫৪:পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

সুনামগঞ্জ ব্যুরো প্রধান :

 

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল হক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল নির্বাচিত হয়েছেন।

পদে নির্বাচিত হয়েছেন ৮ জন এবং ৮টি পদে বিনাপ্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন ৮ জন।

রোববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া। এ সময় তাকে সহযোগিতা করেন অন্য দুই নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কামাল হোসেন ও অ্যাডভোকেট জমির উদ্দিন।

নির্বাচনে সভাপতি পদে ১৭৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুল হক । তার নিকট প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আব্দুল হামিদ পেয়েছেন ১৩৭ ভোট)।

সাধারণ সম্পাদক পদে ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল। তার নিকট প্রতিদ্ব›দ্বী সাধারণ অ্যাডভোকেট হুমায়ুন কবির পেয়েছেন ১৩১ ভোট।

অন্যান্য নির্বাচিত নেতৃবৃন্দ হচ্ছেন, যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন ১৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আবুল বাসার পেয়েছেন ১৭৬ভোট।

কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির পেয়েছেন ৩২৭ ভোট, অ্যাডভোকেট ছাইদুর রহমান তালুকদার পেয়েছে ৩০৯ ভোট, অ্যাডডভোকেট জুলহাস মিয়া পেয়েছেন ২৭২, অ্যাডভোকেট আফিজ মিয়া পেয়েছেন ২৫৪ ভোট, অ্যাডভোকেট রজত কান্তি সরকার ২৩৬ পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) সুনামগঞ্জ আইনজীবী সমিতির ভবনে সকাল ৯টায় শুরু চলে বিকেলে ৪ টা পর্যন্ত। এ নির্বাচনে ৩৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৬টি পদের মধ্যে ৮টি পদে নির্বাচিত হয়েছেন ৮ জন এবং ৮টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ৮ জন।

যে সব পদে প্রতিদ্ব›দ্বীতা হয়েছে সে পদগুলো হচ্ছে, সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ, কার্যকরি সদস্যের ৫টি পদ এবং বিনা প্রতিদ্ব›দ্বীতায় যেসব পদে নির্বাচিত হয়েছেন, সে পদগুলো হচ্ছে, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, সহসাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, পাঠাগার সম্পাদক, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতির সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক।

বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত নেতৃবৃন্দ হচ্ছেন, নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আবুবকর, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট যুবায়ের আবেদীন, অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রেজা মানিক, পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মুশফিকুর রহমান পীর, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন, সাহিত্য ও সংস্কৃতির সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আকিক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক পদে ফাতেমা আক্তার রেখা।