কুলাউড়ায় উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫ | আপডেট: ১১:৫৪:অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) রাতে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত এ কমিটিতে উপজেলার দায়িত্বে রয়েছেন- আহবায়ক রেদওয়ান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল ও শওকতুল ইসলাম শকু, সদস্য এ এন এম খালেদ লাকী, ময়নুল হক বকুল, জয়নাল আবেদীন বাচ্চু, শামিম আহমদ চৌধুরী, এম এ মজিদ, আজিজুর রহমান মনির, আলমগীর হোসেন ভূঁইয়া, বদরুজ্জামান সজল, ডা. মো. তারু খান, আবু সুফিয়ান, ফারুক আহমদ পান্না, আকদ্দস আলী, রুমেল খান, হারুন মিয়া, কমর উদ্দিন কমরু, আব্দুল মুক্তাদির মুক্তার ও কামরুল ইসলাম পাখি।

 

 

অপরদিকে পৌর কমিটির দায়িত্বে রয়েছেন- আহবায়ক খন্দকার মুহিবুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক যুগ্ম আহবায়ক আব্দুল মন্নান, সদস্য অলিউর রহমান শিপলু, আব্দুল গাফফার চৌধুরী, মো. হারুনুর রশিদ, মো. কায়ছার আরিফ, জুবের খান, রাসেল আহমদ চৌধুরী, শামীম আহমদ, সামছুল ইসলাম, আনছার আলী, তাছলিমা সুলতানা মনি, ফয়জুর রহমান গোলাপ, আশিকুর রহমান মুন্না, কাদের কিবরিয়া চৌধুরী, সুমাইয়া রহমান, জামান আহমদ, মো. নজরুল ইসলাম, এস, এম, শামীম আহমদ, সফিকুল ইসলাম শামীম ও মো. আকমল হোসেন।

আহবায়ক কমিটিতে দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়েছে বলে জানান আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন।