ওয়ালসাল আনজুমানে আল ইসলাহ ও জালালিয়া সুন্নী মসজিদের ফুলতলীর ঈসালে ছওয়াব মাহফিল

প্রকাশিত: ৭:২১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫ | আপডেট: ৭:২১:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫

আহমেদ কাবির : কোরান তেলাওয়াত,জিকির আজকার দোয়া মাহফিলসহ নানা আয়োজনের মাধ্যমে যুক্তরাজ্যের বার্মিংহামের ওয়ালসলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন মরহুম আল্লামা ছাহেব ক্বিবলাহ ফুলতলীর ১৭ তম ঈসালে ছওয়াব মাহফিল। মরহুমের বিপুল সংখ্যাক ভক্ত মুরীদ এবং আলেম উলামাসহ ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহনে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ওয়ালসাল শাখা ও জালালিয়া সুন্নী জামে মসজিদের যৌথ উদ্যোগে গত ২০ জানুয়ারী এই ঈসালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা নোমান আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুস হাদিস লতিফিয়া ফুলতলী লন্ডনের মুফতী মৌলানা মারুফ আহমেদ। আর বিশেষ অতিথি ছিলেন লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স এর প্রিন্সিপাল মাওলানা কাদির আল হাসান,সিরাজাম মুনীরা জামে মসজিদের খতিব মাওলানা হাফিজ সাব্বির আহমদ।

অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আল ইসলাহ ব্রিষ্টল বাথ শাখার সভাপতি হাফিজ মনসুর আহমদ চৌধুরী, লজেলস জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের খতিব মাওলানা হুছামুদ্দীন আল হুমাইদি, আনজুমানে আল ইসলাহ বার্মিংহামের সভাপতি মাওলানা বদরুল হক খান। পবিত্র কোরান তেলাওয়াত করেন হাফিজ আতহার আহমদ রায়হান আর নাতে রাসূল (সাঃ) ও ফুলতলী ছাহেব কিবলাহর শানে নাশিদ পরিবেশন করে শামসুদ্দোহা নাশিদ গ্রæপ ও আব্দুল হামিদ শাহান এবং কারী আবুল খয়ের।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিপটন শাহজালাল জামে মসজিদের ইমাম মৌলানা সালেহ আহমেদ মনসুরী,মাওলানা নুরুল আমীন,মাওলানা ইউসুফ আহমদ,মাওলানা আখতার হোসাইন জাহেদ,মাওলানা আব্দুল মুহিত রাসেল,কারী মতিউর রাহমান প্রমুখ। আলোচনায় বক্তারা বাংলাদেশ ছাড়াও বৃটেনসহ বিশ্বের বিভিন্ন দেশে আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলীর নানা দ্বীনি খেদমতের ভূয়সী প্রশংসা করে তাঁর আদর্শে সুন্নাতে নববী অনুসরণে জীবন গঠনের আশাবাদ ব্যক্ত করেন। সবশেষে বিশ্ব মুসলিম উম্মাহ শোক সমৃদ্ধি ও শান্তি কামনা করে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।