কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ আব্দুল হান্নান আর নেই: বিভিন্ন মহলের শোক

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫ | আপডেট: ৪:৩০:অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫

স্টাফরিপোর্টার:

 

মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ, কুলাউড়া প্রেসক্লাবের সহসভাপতি ও সাপ্তাহিক হাকালুকি পত্রিকার সম্পাদক মো. আব্দুল হান্নান ইন্তেকাল করেছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৬ বছর। তিনি স্ত্রী ,২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকাল ৫টায় কুলাউড়া সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল হান্নান গত মঙ্গলবার হঠাৎ অসুস্থতা অনুভব করলে পৌর শহরের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসক হান্নানকে বৃহস্পতিবার বাসায় নেওয়ার পরামর্শ দেন।
বাসায় থাকা অবস্থায় শুক্রবার ভোররাতে তিনি ফের অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিলে সকাল ৮টা ৫০ মিনিটে তিনি হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে হান্নানের মৃত্যুর খবরে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি শিক্ষকতার পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন।

কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ ও কুলাউড়া প্রেসক্লাবের সহসভাপতি মো. আব্দুল হান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুশীল সেনগুপ্ত, সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদওয়ান খান ও সদস্য সচিব বদরুল হোসেন খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক বেলাল আহমদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইসহ সরকারি কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।