বাকা ডেস্ক, বার্মিংহামঃ বাংলা কাগজ পরিবার ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছে যে, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কুলাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, সাপ্তাহিক হাকালুকি পত্রিকার প্রাক্তন সম্পাদক আব্দুল হান্নান শুক্রবার সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন)।
বাংলা কাগজের পক্ষ থেকে মরহুমের বেহেস্ত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দেন, চেয়ারম্যান আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক খছরু মোহাম্মদ খান, ফাইন্যান্স ডাইরেক্টর আব্দুল কাদির আবুল, উপদেষ্টামন্ডলীর সভাপতি মাফিজ খান, বাংলাদেশের প্রধান সমন্বয়ক বদরুজ্জামান সজল, আমাদের বাংলা কাগজ, বাংলাদেশ-এর উপদেষ্টা অধ্যাপক মিসবাহ আহমেদ কামাল, বজলুল মজিদ লিটন, লুৎফুর রহমান, রুহুল আমীন রুহেল, সম্পাদক আতাউর রহমান মুমিত, বাংলাদেশ অনলাইন সংস্করণের প্রধান সমন্বয়ক খালেদ বখস প্রমুখ।