ইতালিস্হ সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল নেতা জুনেদ এর স্বদেশ গমনে সংবর্ধনা

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫ | আপডেট: ২:৫৮:অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: সিলেটের কৃতি সন্তান, সমাজসেবক ও রাজনীতিবিদ ইতালিস্হ সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল এর সহ‌ সভাপতি‌ জুনেদ আহমেদ জয় প্রবাস জীবন‌ থেকে পরিবারের টানে বাংলাদেশ যাচ্ছেন। এই প্রবাস জীবনে প্রবাসে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থেকে নিরলসভাবে কাজ করে গেছেন। প্রবাসীদের সঙ্গে তার গড়ে উঠেছিল নিবিড় সম্পর্ক।

তিনি নাড়ির টানে সংক্ষিপ্ত সময়ের জন্য চলে গেলেও আমাদের মাঝে রয়ে যাবে আপনার কর্মগাঁথা স্মৃতি। সেই স্মৃতিকে অটুট রাখতে জুনেদ আহমেদ জয় এর স্বদেশ ভ্রমন উপলক্ষে তার নিজ সংগঠন সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে তাকে এক বিদায় সংবর্ধনা দিয়েছে।

এতে সংগঠনের সভাপতি আরিফ আহমেদ আরেফিনের সভাপতিত্বে ও সহ সভাপতি কয়েস আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে নেতাকর্মীরা সংবর্ধিত অতিথিকে‌ ফুল শুভেচ্ছা জানিয়ে ও‌ স্বদেশ ভ্রমণ‌ সুন্দর ও সফলতা কামনা করেন।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ সিলেটবাসীর মনোনীত ইতালি বিএনপির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী, জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির সভাপতি, ইতালি বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ গাউসুজ্জামান গেন্দু শাকিল, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইতালি যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুল, সহ সভাপতি মুসলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক হেলাল মিয়া, দপ্তর সম্পাদক লুৎফুর রহমান, বিএনপি নেতা জিলাল মিয়া, সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদলের সহ সভাপতি রুমেল মিয়া, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, সদস্য পায়েল আহমেদ‌ সহআরো অনেকেই।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য ছাড়াও অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে বলেন, আপনি আমাদের মাঝে ছিলেন, আছেন, থাকবেন আমাদের স্মৃতির পাতায় পাতায়।আপনি রেখে যাচ্ছেন যে কর্মপ্রেরণা আর ভালবাসার আলপনা, তা আমাদের মাঝে স্মরণী বরণীয় হয়ে থাকবে। দেশে গিয়ে ও আমাদেরকে স্মরণ রাখবেন এবং দেশ উন্নয়নের ক্ষেত্রে নিজেকে সর্বদা উজ্জীবিত রাখবেন। এবং আপনার বাংলাদেশ‌ ভ্রমণ সুন্দর সফল হোক এবং আবারও আমাদের মাঝে সুস্থতার সহিত ফিরে আসেবেন সেই প্রত্যাশা কামনা করছি।

সংবর্ধিত অতিথি জুনেদ আহমেদ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজ আমি এখানে সংবর্ধনা নিতে আসিনি, এসেছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিতে। আপনাদের দোয়া ও‌‌ ভালোবাসা আমাকে আগামী দিনে রাজনৈতিক ভাবে সাংগঠনিক কাজ‌ করার অনুপ্রেরণা যোগাবে।