কুলাউড়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও এনজিও সংস্থা হীড বাংলাদেশ এর সহযোগিতায় ‘ঐক্যবদ্ধ কাজ করি কুষ্ঠুমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে কুষ্ঠ রোগ শনাক্তকরণ ও চিকিৎসা প্রতিরোধে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ২৬ জানুয়ারি রোববার সকাল সাড়ে ১১ টায় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্হ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: জাকির হোসেন এর সভাপতিত্বে ও বিদায়ী টিএলসিএ হাবিবুর রহমান চৌধুরী সেলিম এর পরিচালনায় আলোচনায় বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল, নবাগত টিএলসি লুৎফুর রহমান, প্রধান হিসাব রক্ষন অফিস সহকারি মোঃ আলমাছুর রহমান, এনজিও সংস্থা হীড বাংলাদেশের উপজেলা কমিউনিটি ফ্যাসিলেটর শেফালী রানী রায়,
নার্স সুপারভাইজার দ্বীজেন্দ্র চন্দ্র পাল, সিনিয়র নার্স নাজমা বেগম, আফিয়া বেগম, ইশরাত জাহান, অনন্যা রানী দাস, সাদ্দাম হোসেন ও মাহফিজুল ইসলাম, আইসিডিডিআরবি এর ফিল্ড এটেনডেন্ট কল্পনা মালাকার প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন স্থানের নারী-পুরুষ কুষ্ঠ রোগীর সঠিক চিকিৎসা ও নতুন রোগী খুঁজে বের করে কুষ্ঠ রোগ শনাক্ত ও চিকিৎসার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে কুলাউড়াকে কুষ্ঠ রোগমুক্ত এলাকা ঘোষণা করার লক্ষে কাজ করার আহ্বান জানানো হয়। আলোচনা সভার পূর্বে হাসপাতাল এলাকায় এক র্যালী অনুষ্ঠিত হয় ।