ইতালিতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি শামীম, সম্পাদক রাসেল নির্বাচিত
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: প্রবাসীদের অধিকার আদায় ও স্বার্থ রক্ষায় কাজ করা সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে আগামী দিনে নতুন নেতৃত্বে প্রবাসীদের কল্যাণ ও উন্নয়নে কাজ করার প্রত্যয়ে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি’র ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
পূর্ব নির্ধারিত সংগঠনের কার্যকরি কমিটির আলোচনা সভায় বর্তমান কমিটি বিলূপ্ত ঘোষনা করে তিন সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি।
কমিটির আহ্বায়ক জয়নাল আবেদীন হাজারী, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব শাহিন খলিল কাওসার আলোচনা সভার দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষনার জন্য নাম প্রস্তাবের আহ্বান করেন। পরবর্তীতে উপস্থিত সকলের নাম প্রস্তাবের ভিত্তিতে নতুন কমিটি ঘোষনা করা হয়।
পূণরায় সভাপতি অলি উদ্দিন শামিম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল, সিনিয়র সহ সভাপতি হাসাদুর রহমান হান্নান, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন ও প্রচার সম্পাদক জায়দুল হক সোহেলকে নির্বাচিত করে নাম ঘোষণা করেন আহ্বায়ক জয়নাল আবেদীন হাজারী।
এসময় আহ্বায়ক কমিটি পক্ষ থেকে নবগঠিত নতুন কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনার জন্য নির্দেশনা দেয়া হয়।
শেষে নবনির্বাচিত সদস্যরা আগামী দিনে ঐক্যবদ্ধ করে সংগঠনের সকলকে সাথে এই সংগঠনকে আরো সুদূর প্রসারে এগিয়ে নেওয়া যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।