ইতালিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি পূর্ণগঠনকল্পে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫ | আপডেট: ৮:৫৬:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: প্রবাসীদের উন্নয়নে ও স্বার্থ রক্ষায় কাজ করা সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইতালির পূর্ণগঠনকল্পে রোমের মন্তেভেরদে এশিয়ান রেস্টুরেন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইতালির উপদেষ্টা পরিষদের আহবানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইতালিতে অবস্থানরত ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসীদের নয়টি উপজেলা কমিটির পক্ষ হতে দুইজন প্রতিনিধি আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

সভায় সর্বসম্মতিক্রমে দীর্ঘ আলোচনা শেষে
সিদ্ধান্ত হয় ৫ জন উপদেষ্টা পরিষদের অধীনে
নয়টি থানার দুজন সভাপতি সাধারণ সম্পাদক অথবা থানার দুই জন প্রতিনিধি মোট ১৮ সদস্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির কার্যনির্বাহী ফোরামের এর সদস্য হবেন। এবং ১৮ জন কার্যনির্বাহী ফোরাম এর সদস্য হতে একজন করে প্রতিনিধি মোট নয় উপজেলার ৯ জন সদস্য কে নিয়ে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, রোম ইতালির
২০২৫-২০২৭ সালে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নির্বাচিতরা হলেন ‌আহবায়ক মাহবুব আলম প্রধান (বাঞ্ছারামপুর উপজেলা)
সদস্য সোহেল রানা,(নবীনগর উপজেলা)
সদস্য‌‌ শাহ শওকত,(আশুগঞ্জ উপজেলা)
সদস্য‌‌ রতন শিকদার,(আখাউড়া উপজেলা)
সদস্য শামসুর রহমান, (সরাইল উপজেলা)
সদস্য আজাদ ভূঁইয়া, (বিজয়নগর উপজেলা)
সদস্য কাউসার চৌধুরী (কসবা উপজেলা)
সদস্য শামসুজ্জামান খোকন,(সদর উপজেলা) সদস্য ইমরান খান, (নাসিরনগর উপজেলা)

এই সম্মেলন প্রস্তুতি কমিটি অনতিবিলম্বে নিজেদের শীঘ্রই বৈঠক আহ্বান করার অনুরোধ করেন এবং পরবর্তী কর্মসূচি নির্ধারণ করে উপদেষ্টাদের সাথে পরামর্শক্রমে তা বাস্তবায়ন করার কথা বলা‌ হয়।

এবং জানানো হয় সম্মেলন প্রস্তুতি কমিটির মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটির গঠনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সদস্য গ্রহণের প্রক্রিয়া, প্রার্থী গ্রহণের প্রক্রিয়া, যাচাই-বাছাই ও কমিটির খসড়া কমিটি রূপরেখা প্রণয়নের কার্যক্রম এবং উপদেষ্টা পরিষদের কাছে উপস্থাপন করার আহ্বান করেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির প্রস্তাবের উপর ভিত্তি করে উপদেষ্টা পরিষদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সর্বোচ্চ সদস্য ফোরাম ৯ উপজেলা কমিটির ১৮ সদস্যে সভা আহবানে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার অনুরোধ করেন ‌নেতৃবৃন্দ।

সংগঠনের উপদেষ্টা পরিষদ এ রয়েছেন শাহ মোঃ তাইফুর রহমান ছোটন, শহীদুল্লাহ আক্তার, সাফিজুল হক, হুমায়ুন কবির ও নজরুল ইসলাম বাবু।

থানা কমিটির পক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সদস্য ফোরামে‌ রয়েছেন মোঃ কবির হোসেন সভাপতি (বিজয়নগর), আজাদ ভূইয়া সাধারণ সম্পাদক (বিজয়নগর), রিপন শাহ আহবায়ক (সদর), শামসুজ্জামান খোকন (সদর), সাজ্জাদ চৌধুরী‌ (সরাইল), মোঃ শামসুর রহমান (সরাইল), মোহাম্মদ সেলিম সভাপতি আশুগঞ্জ উপজেলা সমিতি, শাহ মোহাম্মদ শওকত (আশুগঞ্জ), সোহেল রানা সভাপতি নবীনগর উপজেলা সমিতি, মনিরুল হক মিন্টু সাধারণ সম্পাদক নবীনগর উপজেলা সমিতি, রিপন শাহ আহবায়ক সদর উপজেলা, শামসুজ্জামান খোকন‌ (সদর), রতন শিকদার (আখাউড়া উপজেলা), আবু সাঈদ ভূঁইয়া সাধারণ সম্পাদক আখাউরা উপজেলা, কাউসার চৌধুরী কসবা উপজেলা, মনির ভূঁইয়া কসবা উপজেলা, মাহবুব আলম প্রধান, বাঞ্ছারামপুর উপজেলা, ইমরান খান নাসিরনগর, মোঃ নাজমুল হাসান, মোহাম্মদ ফারুকুল, আব্দুল্লাহ আল মামুন।