কুলাউড়া পৌরসভার বর্তমান পরিষদের ১ বছর পূর্তি উপলক্ষে পরামর্শমূলক মতবিনিময় সভা
স্টাফরিপোটারঃ
কুলাউড়া পৌরসভার বর্তমান পরিষদের ১ বছর পূর্তি উপলক্ষে এক পরামর্শমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর ভবনের হলরুমে রোববার দুপুরে অনুষ্ঠিত সভায় পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ তার পরিষদের দায়িত্বকালীন ১ বছরের কর্মকাণ্ডের সচিত্র প্রতিবেদনকালে উল্লেখ করেন এ সময়ের মধ্যে তার পরিষদ ২নং ওয়ার্ডের দেখিয়ারপুরবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ লাগবে উঁচু রাস্তা নির্মাণ, ৬ ও ৭নং ওয়ার্ডবাসীদের দীর্ঘদিনের দাবি রেলওয়ে স্টেশনের মধ্য দিয়ে পাকা রাস্তা নির্মাণ, পৌর শহরে মানসম্পন্ন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ, পৌর শহরের ব্যবসায়ী ও নাগরিকের নিরাপত্তার স্বার্থে শহরের অচল সিসি ক্যামেরা সচল ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ, পরিস্কার-পরিচ্ছন্নতার স্বার্থে শহরের বিভিন্ন পয়েন্টে মোবাইল ডাস্টবিন স্থাপন, দখল হওয়া মরা গোগালী ছড়া উদ্ধার ও খননের উদ্যোগ, যানজট নিরসনে শহরের দু’প্রান্তে দুটি সিএনজি স্ট্যান্ড স্থাপন, সাপ্তাহিক হাটবার বুধবার নির্ধারণ, অসুস্থ রোগীর স্বার্থে রাত্রিকালীন পপুলার ফার্মেসি সারারাত খোলা রাখার ব্যবস্থাকরণ, শহরের দু’প্রান্তে দুটি অত্যাধুনিক পাবলিক টয়লেট নির্মাণ, বিভিন্ন রাস্তা ও ড্রেন নির্মাণ, সালিশ বৈঠকের মাধ্যমে পৌরবাসীকে অসংখ্য মামলা থেকে মুক্ত করাসহ অসংখ্য সেবামূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে।
আরও পড়ুন: কুলাউড়ায় টিকার সনদ ছাড়া রেস্তোরাঁয় : ১৯ হাজার টাকা জরিমানা
তিনি পৌরবাসীর সহযোগিতা কামনা করে ভবিষ্যত পরিকল্পনার উল্লেখ করে বলেন, তার দায়িত্বকালীন সময়ে আগামীতে পৌর শহরের মূল সড়কের দু’পার্শ্বের ড্রেন-ফুটপাত, বাইপাস সড়ক, বঙ্গবন্ধু উদ্যানে ওয়াকওয়ে ও গার্ডেনিং, দুটি কাঁচা বাজারে বহুতল ভবন নির্মাণ, আড়ৎ বাজার প্রতিষ্ঠা, শহরের বিভিন্ন প্রান্তে মুর্যাল নির্মাণ, জলাবদ্ধতা দূরীকরণ, খেলার মাঠ সংস্কার, রাস্তা প্রশস্তকরণসহ বসবাসযোগ্য পৌরশহর বিনির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
আরও পড়ুন: বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে সুলতান মনসুরের শোক
সভায় আরও মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, জাসদ নেতা গিয়াস উদ্দিন আহমদ, সিপিবি নেতা কমরেড খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল ও প্রভাষক সিপার আহমদ, বিশিষ্ট শিক্ষানুরাগী এনামুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, পৌর কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী সোহেল ও সাইফুর রশীদ সুমন, ফায়ার সার্ভিসের প্রতিনিধি শফিউল, কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, উপজেলা স্কাউট সম্পাদক সোহেল আহমদ, জাপা নেতা মবশ্বির আলী, জাসদ সভাপতি রফিকুল ইসলাম টিপু, টিভিএফ চেয়ারম্যান মইনুল ইসলাম শামীম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই ও নারী উদ্যোক্তা সুফিয়া রহমান ইতি, সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুছ ছালাম, অব. ভিডিপি কর্মকর্তা আব্দুল মতিন, অব. ব্যাংকার মনির আহমদ, ব্যবসায়ী শেলুর রহমান, সাবেক মহিলা কাউন্সিলার রাবেয়া সুলতানা চৌধুরী হেপি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক এহসান আহমদ টিপু, মুক্ত স্কাউট সম্পাদক সামসু উদ্দিন বাবু প্রমুখ।