সুনামগঞ্জে এক মাসে ৪ কোটি ২০ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫ | আপডেট: ১:১০:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

সুনামগঞ্জ ব্যুরো প্রধান :
সুনামগঞ্জে এক মাসে ৪ কোটি ২০লাখ ২৮ হাজার ৪৪৭ টাকার মালামাল জব্দ করা হয়েছে। এছাড়াও ৪৩০টি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২৭৩টি মামলা, ৪৭জনকে আটক হয়।

রোববার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানান সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম ।

তিনি আরও জানান, গত এক মাসে জেলায় ৪৬টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১০১টি মামলায় ১০১জনকে ১৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদÐ প্রদান করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ-২৮ বিজিরি অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পাবলিক প্রসেকিউটর(পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলী, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. মাহবুবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শামশুল হক প্রমুখ।

সভায় জেলা বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।