![জগন্নাথপুরে চার শতাধিক হতদরিদ্র মানুষ পেল চিকিৎসা সেবা ও ঔষধ](https://www.banglakagojnews.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-09-at-11.11.08-PM.jpeg)
জগন্নাথপুর প্রতিনিধি –
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আল-মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ও করিম ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে চার শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে ফ্রি মেডিকেল সহায়তা প্রদান করা হয়েছে। রোববার সকালে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামের মাঠে এ সহায়তা প্রদান করা হয়। ব্রিটিশ- বাংলাদেশী হুজহু সম্পাদক ও করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান সাপ্তাহিক বাংলা মিরর ও অনলাইন পোর্টাল সিলেট মিরর সম্পাদক আব্দুল করিম গনি ফ্রি মেডিকেল সহায়তা কার্যক্রমের উদ্ধোধন করেন। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক সংবাদ-এর সিনিয়র রিপোর্টার রাকিব উদ্দিন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আহমাদ সেলিম, আনাস হাবিব কলিন্স ,এনামুল হক রেনু,চ্যানেল এস জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব, সাংবাদিক আলী আহমদ, সুমিত রায়, রুম্মান আহমেদ প্রমুখ করিম ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল করিম গনি জানান,আল-মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ও করিম ফাউন্ডেশনের যৌথ উদ্যাগে এলাকার হতদরিদ্র চার শতাধিক মানুষের মধ্যে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। তিনি বলেন আমাদের এ কার্যক্রম অতীতের ন্যায় আগামী দিনে ও অব্যাহত থাকবে। তিনি জানান বিশেষজ্ঞ চিকিৎসক ও ভার্ডচক্ষু কেন্দ্রের চিকিৎসক ও সেবিকারা দিনব্যপী এ কার্যক্রম পরিচালনা করেন। তিনি এতে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে ফ্রি চিকিৎসা সহায়তা ও ঔষধ পেয়ে সুবিধাভোগীরা আল-মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ও করিম ফাউন্ডেশন ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানান।