![সিলেটকে “জালালাবাদ” নামে আলাদা প্রদেশ ঘোষণার দাবী জিএসসি ইউকের](https://www.banglakagojnews.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-11-at-8.48.40-AM.jpeg)
বাকা ডেস্ক: সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে “জালালাবাদ” নামে আলাদা একটি প্রদেশ করার দাবি জানিয়েছে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে। এক বিবৃতিতে সংগঠনের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, সাধারন সম্পাদক খছরু খান ও ট্রেজারার সালেহ আহমদ অন্তর্বর্তীকালীন সরকারকে জালালাবাদ প্রদেশ ঘোষণার দাবী জানিয়ে বলেন, ভৌগোলিক কারণে সিলেট বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত একটি প্রশাসনিক অঞ্চল, যা সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা নিয়ে গঠিত।
হযরত শাহজালাল শাহপরান সহ ৩৬০ আউলিয়া স্মৃতি বিজড়িত পূন্যভূমি সিলেট ১৯৯৫ সালের ১ আগস্ট চারটি জেলা নিয়ে বাংলাদেশের ষষ্ঠ বিভাগ গঠিত হয়। এই বিভাগের মোট আয়তন ১২,৫৯৫.৯৫ বর্গ কিলোমিটার । সিলেট বিভাগ শিল্পদ্রব্য (সার, সিমেন্ট, সিলেট পাল্পস এন্ড পেপার মিলস), প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ (গ্যাসীয় পদার্থ, তেল, পাথর, চুনাপাথর) ইত্যাদিতে ভরপুর। বাংলাদেশের অর্থনীতিতে এ বিভাগের ভূমিকা অপরিসীম।
সিলেট অঞ্চল বাংলাদেশের একটি সব থেকে সমৃদ্ধ অঞ্চল। এখানে প্রচুর গ্যাসের মজুত রয়েছে এবং বাংলাদেশের একমাত্র তেল ক্ষেত্র সিলেট অঞ্চলে অবস্থিত। সিলেটে প্রচুর পরিমাণে আবিষ্কৃত প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। সিলেট অঞ্চলে মোট আটটি গ্যাসক্ষেত্র অবস্থিত। এই অঞ্চলে মজুত গ্যাসের মোট পরিমাণ প্রায় ১৪ ট্রিলিয়ন কিউবিক ফুট। জালালাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড এর মতে, এই কোম্পানির বার্ষিক রাজস্ব আয় ৫৬৬ কোটি। সিলেটের গ্যাস বাংলাদেশের সর্বত্র ব্যবহার করা হচ্ছে।
বিবৃতিতে তারা বলেন, সিলেটের অর্থনৈতিক উন্নয়নের পেছনে একটা বড় অংশ হচ্ছে রেমিট্যান্স। বিভিন্ন গবেষণা অনুসারে, সিলেটের প্রতি ৩০ জনের এক জন প্রবাসী, বিশেষ করে যুক্তরাজ্যে। ২০১২-২০১৩ অর্থ বছরের রেমিট্যান্স ছিল প্রায় ১০ বিলিয়ন ডলার ।বর্তমানে সিলেট জেলায় রেমিটেন্স হার ৮৭ কোটি ডলার, যা দেশের অন্য যেকোন জেলার তুলনায় বেশি। পরিসংখ্যান মতে কুমিল্লায় ৮১ কোটি ও নোয়াখালীতে ৪৬ কোটি ডলার এসেছে যার কোনটাই সিলেটের সমতুল্য নয়। অতএব যৌক্তিক ও নৈতিক কারনে সিলেট একটি আলাদা প্রদেশের দাবী রাখে।
বিবৃতিতে তারা আরও বলেন, সিলেট বিভাগ একটি প্রবাসী অধ্যুষিত জনপদ। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র,অস্ট্রেলিয়া, কানাডা ও ইউরোপীয় দেশসমুহ ছাড়াও মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে সিলেট বিভাগের মানুষের বসবাস রয়েছে। প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা এই বিভাগের প্রধান আয়ের উৎস। বাংলাদেশের অর্থনীতিতে সিলেট জেলা সবচেয়ে বেশি অবদান রাখছে। বাংলাদেশের অর্থনীতির প্রায় ২৩% এ জেলা অবদান রাখছে। সিলেটের জিডিপি ৩০.৬০ বিলিয়ন ডলার যা নেপাল এবং আফগানিস্তানের জিডিপির সমান। এছাড়া পাহাড়ে ও প্রান্তরে বেড়ে ওঠা কৃষি ব্যবস্থাপনা যেমন; চা, ধান, মাছ, কমলা, লেবু, আনারস, বাশ, আম, ইত্যাদি এই অঞ্চলের মানুষের অনন্য অবলম্বন। সিলেটের রয়েছে নিজস্ব সংস্কৃতি। সিলেটি ভাষা হিসেবে সিলেটি নাগরি লিপি এবং এ লিপিতে রচিত সাহিত্যকে (সিলেটি) বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন স্বরুপ গণ্য করা হয়।
তাই সিলেট কে আলাদা প্রদেশ ঘোষনা করা অত্যন্ত যৌক্তিক দাবী এবং অন্তবর্তীকালীন সরকারকে জালাবাদ প্রদেশ ঘোষণার জোর দাবী জানানো হয়। জিএসসির কেন্দ্রিয় প্রচার সম্পাদক সুফী সুহেল আহমদ স্বাক্ষরিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়।