
আহমেদ সুহেল : আগামী ২০ এপ্রিল রোববার গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে “গ্রিস লাল হাভেলী বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড – ২০২৫”। বার্মিংহামের বাঙালী কমিউনিটির বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দ ও বাংলা গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলা কাগজের উদ্যোগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে এই এওয়ার্ড আয়োজনের ঘোষণা দেওয়া হয়। বাংলা কাগজের ফাইনান্স ডাইরেক্টর আব্দুল কাদির আবুলের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলা কাগজের সেক্রেটারি খসরু খান। পুরো আয়োজনের বিস্তারীত তুলে ধরেন বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ডের চীফ কো অর্ডিনেটর আব্দুল এম চৌধুরী সুমন।
সংবাদ সম্মেলনে জানানো হয় বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড’র ষষ্ঠ আয়োজন হিসেবে এবার বেছে নেওয়া হয়েছে ঐতিহ্য ও সংস্কৃতির চারণভূমি গ্রিসকে আর গত বছরের মতো এবারো টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বিবিসির সেলিব্রেটি শেফ আবুল হোসেনের স্বনামধন্য প্রতিষ্ঠান লাল হাভেলী। এসময় লিখিত বক্তব্যে বলা হয় বাংলা কাগজের পক্ষ থেকে এবারের আয়োজনে শুধু যুক্তরাজ্য থেকেই প্রায় আড়াইশ ব্রিটিশ বাঙালি গ্রিসের এথেন্সে অনুষ্ঠিতব্য এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। এওয়ার্ড প্রদান করা হবে গ্রিসের বাঙালী কমিউনিটিতে নানাভাবে কাজ করা কীর্তিমান প্রবাসী বাঙালিদের। উক্ত অনুষ্ঠানে যুক্তরাজ্য ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাঙালী কমিউনিটির নানা সেলিব্রেটিসহ শীর্ষ ব্যক্তিরা যোগ দেবেন। সংবাদ সম্মেলন থেকে আরো জানানো হয় ইতিমধ্যে বাংলা কাগজের একটি প্রতিনিধি দল গ্রিস সফর করে এসেছে এবং শীঘ্রই আরো একটি প্রতিনিধি দল গিয়ে গ্রিসে সংবাদ সম্মেলন করাসহ কমিউনিটির নানা শীর্ষ সংগঠন ও ব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন। এসময় উক্ত আয়োজন সফল করতে গ্রীস প্রবাসী বাঙালিদেরও সহযোগিতা কামনা করা হয়।