![নির্বাচনী রোডম্যাপসহ বিভিন্ন দাবিতে সুনামগঞ্জে বিএনপির সমাবেশ](https://www.banglakagojnews.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-12-at-6.57.29-PM.jpeg)
সুনামগঞ্জ ব্যুরো প্রধান:
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রæত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাাচনী রোডম্যাপ ঘোষণার দবি এবং পতিত ফ্যাসিসবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলার দাবিতে সুনামগঞ্জে সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল বুধববার বেলা সাড়ে ১১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক ও আহ্বায়াক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের যৌথ সঞ্চালনায় সমাবেশ আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মাসুক আলম, আকবর আলী, অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, রেজাউল হক, আব্দুল মোতালেব খান, আনছার উদ্দিন, ফারুক আহমদ, অনিসুল হক, কামরুজ্জামান কামরুল, সেলিম উদ্দিন, আবুল মনরসুর মোহাম্মদ শওকত, মুনাজ্জির হোসেন সুজন, ব্যরিস্টার মাহদীন চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে অরিফুল হক বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাবেন না। কিন্তু ছাতজনতার আন্দোলনে পালিয়ে গেছেন। পালানোর সময় শুধু তার ব্যাগ খুজেছেন। তিনি বলেন, প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিস্ট-এর ছাত্রলীগ ও যুবলীগ রয়েছে। তাদের খোজে বের করতে হবে।
দ্রæত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনপ্রতিনিধিদের হাতে অর্পণের আহ্বান জানিয়ে বলেন, দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্ট-এর দোসররা অপচেষ্টার করছে। তাদের প্রতিহত করতে হবে।