বাংলা কাগজ উপদেষ্টা সমুজ মিয়ার শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৩:২৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫ | আপডেট: ৩:২৪:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

 

বাকা ডেস্ক, বার্মিংহামঃ সম্প্রতি বাংলা কাগজের উপদেষ্টা বার্মিংহাম প্রবাসী সমুজ মিয়া এবং যুক্তরাজ্য প্রবাসী ইমরান আহমেদ বাংলাদেশ সফরকালে দিরাইয়ের পুকিডর গ্রামে অ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। তাছাড়া দিরাই জামেয়া হাফিজিয়া হুসানিয়া মাদ্রাসায়ও তারা অর্থ দান করেন। জানা যায়, এটি একটি পারিবারিক উদ্যোগ।

 

 

পরিবারের এক সদস্য মোহাম্মদ মুহিত আহমেদ কিছু দিন আগে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন। শোকাহত পরিবার এ উদ্যোগের মাধ্যমে মরহুমের মুহিতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। পা বিশেষজ্ঞ ডাক্তার সমুজ মিয়া অনুভূতি জানাতে গিয়ে বলেন, মাত্র ষোল বছর বয়সে তার ভাগ্না মুহিতের এমন মর্মান্তিক মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। তিনি বাংলাদেশের সড়ক দূর্ঘটনা রোধে জনসাধারণের আরো সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করেন। সমুজ মিয়া এ ব্যাপারে গণমাধ্যমসহ সরকারের ভূমিকা বৃদ্ধির উপরও গুরুত্ব আরোপ করেন। এমন কনকনে শীতের কালে শীতবস্ত্র বন্টনে ‘যৎসামান্য’ অবদান রাখতে পারায় পরম করুণাময় আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করেন।