বার্মিংহামে এফ বি এ ইউকে লিমিটেডের চৌদ্দতম প্রতিষ্টা বার্ষিকী…

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫ | আপডেট: ৮:৪৮:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

বাংলা কাগজ ডেস্ক : প্রতিষ্টানের নানা কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে আলোচনা,সম্মাননা প্রদান,কেক কাটাসহ নানা আায়োজনে উৎসবের আমেজে যুক্তরাজ্যের বার্মিংহামে উদযাপিত হয়েছে ইউনিভার্সিটির এডমিশন ও ইন্টারন্যাশনাল ষ্টুডেন্টদের সহযোগিতাকরাী স্বনামধন্য প্রতিষ্টান এফ বি এ ইউকে লিমিটেডের চৌদ্দতম প্রতিষ্টা বার্ষিকী। এডুকেশন কনসালটিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্টানটির চারটি শাখা লন্ডন বার্মিংহাম ম্যানচেষ্টার ও কার্ডিফের নানা কর্মকর্তা,ষ্টুডেন্ট রিক্রুইটমেন্ট পার্টনারস,বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি,শিক্ষার্থী ও শুভানুধ্যায়িদের উপস্থিতিতে গত ১৭ ফেব্রæয়ারী বার্মিংহামের ষ্টার্টফোর্ড রোডে অবস্থিত এফ বি এ ইউকে লিমিটেডের বার্মিংহাম কার্যালয়ের কনফারেন্স হলে ‘‘সাফল্য ও উৎকর্ষের চৌদ্দ বছর‘‘ শীর্ষক এই প্রতিষ্টা বার্ষিকীর এবারের শ্লোগান ছিলো অতীতের জন্য কৃতজ্ঞ ও ভবিষ্যতের জন্য উদ্দীপ্ত। এডমিশন সাপোর্ট অফিসার মিশেল মোহাইমেনের সঞ্চালনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন প্রতিষ্টানটির ডাইরেক্টর কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম।


অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন University of Wales Trinity Saint David-  এর ডীন Dr John Deane. বিশেষ অতিথি ছিলেন London School of Commerce এর হাফিজ ইকবাল,বার্মিংহামের বাঙালী বংশোদ্ভুত কাউন্সিলর সাদেক মিয়া শামসু, ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক এন্ড পেনশনের এর প্রতিনিধি Hannah Keeler এডুকেশন রিক্রুটমেন্ট এক্সপার্ট  Stephen Smith। এছাড়াও এফ বি এ ইউকে লিমিটেডের মাধ্যমে নানাভাবে সহযোগিতাপ্রাপ্ত বাংলাদেশীসহ বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং সহযোগি প্রতিষ্টানের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। এসময় তারা সকলেই হোম ও ইন্টারন্যাশনাল ষ্টুডেন্টদের অন্যতম ভরসাস্থল হিসেবে এফ বি এ ইউকে লিমিটেডকে ইউনিভার্সিটির এডমিশনের সহযোগিতায় নির্ভরতার প্রতীক হিসেবে অভিহিত করে এর উত্তেরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

 

এসময় ২০১১ সালে প্রতিষ্টিত হওয়া এফ বি এ ইউকে লিমিটেড চৌদ্দ বছরের গৌরবময় পথচলায় ৪৫ হাজার শিক্ষার্থীকে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তা প্রদানের কথা উল্লেখ করে বলা হয় এর অধিকাংশই ছিলেন হোম ষ্টুডেন্ট যারা ফান্ডিং সহায়তা,ভর্তি প্রক্রিয়াসহ অন্যান্য একাডেমিক গাইড লাইন পেয়েছেন। এছাড়া এফ বি এ ইউকে লিমিটেডের মাধ্যমে International ছাত্র-ছাত্রীরা বিশে^র বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় বিশ^বিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পেয়েছেন।

 

প্রতিষ্টানের নতুন নতুন সুযোগ সৃষ্টি,উচ্চ শিক্ষার পথ সুগম করাসহ অসাধারণ অর্জনসমুহ তুলে ধরে বলা হয়,এটি বর্তমানে যুক্তরাজ্যের অন্যতম Student Recruitment Agency হিসেবে পরিচিত পেয়েছে। একই সাথে শিক্ষার্থীদের জন্য বহুমুখী সাপোর্ট সিস্টেম তৈরী,বিশ^বিদ্যালয় পার্টনারশীপ বৃদ্ধি এবং সার্ভিসের আরো মানোন্নয়নসহ ভবিষ্যৎ পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়। অনুষ্টানে ইউনিভার্সিটি পার্টনার,ষ্টুডেন্ট রিক্রুইটমেন্ট পার্টনারস ও এমপ্লয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। সবশেষে আগত সকল অতিথি ও শুভানুধ্যায়িদের নিয়ে এফ বি এ ইউকে লিমিটেডের গৌরবের চৌদ্দ বছরের প্রতিষ্টা বার্ষিকীর কেক কাটা হয়। উল্লেখ্য দীর্ঘ চৌদ্দ বছর ধরে কাজি মোহাম্মদ আমিরুল ইসলামের দক্ষ পরিচালনায় ব্রিটেনসহ আফ্রিকা,ইউরোপীয়ান ইউনিয়ন ও এশিয়ার বিভিন্ন অঞ্চলের বৃহৎ কমিউনিটির শিক্ষার্থীদের ইউনিভার্সিটিতে ভর্ত্তিতে ঝামেলামুক্ত ও নির্ভেজাল সহযোগিতা প্রদান করে এডুকেশন কনসালটিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্টানটি নির্ভরতার মানদন্ড হিসেবেও দেশে-বিদেশে নানা সুনাম কুড়িয়েছে।