নব নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনারের সাথে জিএসসির মতবিনিময়

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫ | আপডেট: ৯:০৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫

যুক্তরাজ্যে নব নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলামের সাথে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে-র নেতৃবৃন্দের মত বিনিময় গত ১৭ ফেব্রুয়ারী দূতাবাস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মতবিনিময়য়ে বিগত ৩০ বছরে কমিউনিটির উন্নয়নে জিএসসির অবদান তুলে ধরেন সংঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ কমিউনিটির নানা ইস্যু তুলে ধরে হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন।

মিসেস আবিদা ইসলাম জিএসসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের সেতুবন্দন দৃঢ়করণে জিএসসি ও হাইকমিশন যৌথভাবে কাজ করবে বলে মতবিনিময়ে আশাবাদ ব্যক্ত করা হয়। বাংলাদেশের বিভিন্ন দুর্যোগকালীন সহযোগিতাসহ জিএসসি ঈদ স্মাইল প্রজেক্ট এবং ওমেন ট্রেনিং সেন্টারের মাধ্যমে শত শত সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করে আসছে বলে মতবিনিময় সভায় তুলে ধরা হয়। হাইকমিশনার জিএসসির কার্যক্রমের প্রশংসা করেন এবং এধরনের কার্যক্রম অব্যাহত রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

 

নেতৃবৃন্দ হাইকমিশনের কনস্যুলার সার্ভিস জনগনের স্বার্থে ইস্টলন্ডনের জিএসসির অফিস ব্যবহার করার আহবান জানান। নেতৃবৃন্দ জানান হাইকমিশনের কনস্যুলার সার্ভিস বেইসমেন্টে থাকায় বয়োবৃদ্ধ ও ডিসেবলদের জন্য গমনাগমন কষ্টকর। তাই তারা ব্যাসমেন্ট থেকে উপরের কোন ফ্লোরে স্থানান্তর করার দাবী ও এনআইডি কার্ড সার্ভিস সহজ করার আহবান জানান।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জিএসসির চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, সাধারণ সম্পাদক খছরু খান, ট্রেজারার সালেহ আহমদ, জিএসসি কেন্দ্রীয় সহ সভাপতি আরজু মিয়া এমবি ও এম এ মালেক, সাউথ ওয়েস্ট রিজিওনের চেয়ারপার্সন সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল, নর্থ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন রাজিব বাসিত, ইস্ট মিডল্যান্ড রিজিওনের চেয়ারপার্সন ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের, চেস্টার নর্থ ওয়েলস রিজিওনের চেয়ারপার্সন আজাদ উদ্দিন, জিএসসির সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মির্জা আসহাব বেগ, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাবেক চেয়ারপার্সন মোঃ ইসবাহ উদ্দিন, জিএসসির কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি তৌফিক আলী মিনার, সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার সুফী সুহেল আহমদ, জিএসসির কেন্দ্রীয় স্পোটর্স সেক্রেটারি আবদুল মালিক কুটি, চ্যারিটি কো অর্ডিনেটর মোঃ আবুল মিয়া, সাংবাদিক আবদুল আজাদ, সাংবাদিক খালেদ মাসুদ রনি প্রমুখ। মতবিনিময়ে হাইকমিশনার আবিদা ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।