কুলাউড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা উস্তার মিয়ার দাফন সম্পন্ন

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫ | আপডেট: ১০:০১:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৌর এলাকার জয়পাশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা রেলওয়ে ইলেকট্রিক বিভাগের কর্মচারী মরহুম মোঃ উস্তার মিয়া চৌধুরীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে জয়পাশা গ্রামে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহরুল হোসেন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

 

 

কুলাউড়া থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়।
এক মিনিট নীরবতা পালন শেষে রাত ৮টা ৩০মিনিটে জানাজা এবং পরে হযরত শাহ কামাল (রঃ) মাজার এলাকায় কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সুশীল চন্দ্র দে, কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, মরহুমের ছেলে মোঃ সাহেদ আহমদ চৌধুরী, থানা পুলিশসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এছাড়া মরহুমের জানাজায় ইমামতি করেন হাফিজ,মোঃ আবদুল্লা এবং দোয়া পরিচালনা করেন হাফিজ মোঃ তাজ উদ্দিন। জানাজায় বিশিষ্ট রাজনীতিবিদ, আমেরিকা প্রবাসী লুৎফুর রহমান চৌধুরী হেলাল, বিএনপি নেতা ও কুলাউড়া ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, জামায়াত নেতা রাজানুর রহিম ইফতেখার, অবঃ শিক্ষক সৈয়দ গিয়াস উদ্দিন আহমদ,জাপা নেতা হাজির আলী, বিএনপি নেতা শামীম আহমদ, জামায়াত নেতা কাজী জসিম উদ্দিন, পৌর কাউন্সিলের সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম খান খছরু ও রাসেল আহমদ চৌধুরী সহ বিপুল সংখ্যক মুসল্লিরা উপস্হিত ছিলেন। উল্লেখ্য,
মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ উস্তার মিয়া পৌর এলাকার জয়পাশা গ্রামে তার নিজ বাড়ীতে ২২ ফেব্রুয়ারী ১টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে উস্তার মিয়া চৌধুরীর সহধর্মনী, ১ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।