ইতালি স্বেচ্ছাসেবক দল দক্ষিনের আহ্বায়ক আইয়ুব ও সদস্য সচিব দেলোয়ারের বহিষ্কার দাবিতে সাংবাদিক সম্মেলন

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫ | আপডেট: ১০:৫৬:অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালি দক্ষিণ সিসিলি পালেরমো দলের আহ্বায়ক কমিটিতে স্বজনপ্রীতি, অসাংগঠনিক ও অনৈতিক সুবিধার মাধ্যমে কমিটি ঘোষণার প্রতিবাদে ইতালি দক্ষিণ এর আহ্বায়ক আইয়ুব আলী ও সদস্য সচিব দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে পদ বঞ্চিতরা। গত ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পালেরমো স্থানীয় একটি রেস্টুরেন্ট এই সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।

এসময় সংবাদ সম্মেলনে পদবঞ্চিতরা বলেন গত ২৭ ডিসেম্বর মাসে ইতালি দক্ষিন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক কর্মী সভা অনুষ্টিত হয়। কর্মী সভায় বলা হয় যারা পালেরমো শাখায় স্বেচ্ছাসেবক দল করতে আগ্রহী তাদেরকে ফরম সংগ্রহ করতে হবে, এবং যারা ফরম সংগ্রহ করবে তাদের মধ্যে থেকে আগামীতে পালেরমো স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষনা করা হবে। এসময় উপস্থিত ১৫-১৮ জন সদস্য ফরম সংগ্রহ করে।

দেখা যায় ১৭ জানুয়ারী রাতে ইতালি দক্ষিনের আহ্বায়ক ও সদস্য সচিব এর স্বক্ষরিত ৩৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বয়ক কমিটি সোশ্যাল মিডিয়া ঘোষনা করা হয়। যেখান সদস্য ফরম সংগ্রহকৃত যোগ্যতা সম্পূর্ন অনেকের নাম নেই তবে পালেরমো বিএনপির বহিষ্কত ও নতুন কিছু ব্যক্তির নাম দেখা যায়। এই নিয়ে প্রতিবাদ করে স্বেচ্ছাসবক দল কেন্দ্রীয় কমিটিকে অবহিত করলে তড়িগড়ি করে সেই কমিটি বাতিল করা হয়।

সংবাদ সম্মেলনে তার আরা বলেন কিছু দিন পরে আরো একটি কমিটি ঘোষনা করা হয় যেখান অনেক এর নাম যোজন বিযোজন করলেও আবারও ইচ্ছুক অনেক এর নাম বাদ দেয়া হয়। এতে প্রমান হয় তারা অনৈতিক সুবিধা নিয়ে এই ধরনে কমিটি ঘোষনা করেছে।

এসময় অসাংগঠনিক কার্যক্রমের জন্য দক্ষিন এর আহ্বায়ক আইয়ুব আলী ও সদস্য সচিব দেলোয়ার হোসেন সাংগঠনিক দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন সংবাদ সম্মেলন থেকে এবং অনতিবিলম্বে তাদেরকে বহিষ্কার করার দাবি জানান তারা।

এই বিষয়ে কথা বলতে ইতালি দক্ষিন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আইয়ুব আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করে এই কমিটি গঠন করা হয়েছে এবং আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহিন এই ধরনের অভিযোগ শুধুমাত্র দল কে বিভ্রান্ত করার অপচেষ্টা মাত্র।
এদিকে সিসিলি পালেরমো বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক বলেন স্বেচ্ছাসেবক দল ইতালি দক্ষিন এর এমন অসাংগঠনিক কাজের জন্য পালেরমো বিএনপি বিব্রত। এই বিষয়ে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটিকে দ্রুত সুষ্ট সমাধান দেয়ার অনুরোধ করেন তারা।

এসময় পদবিঞ্চিতদের মধ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম বাকোলীয়া থানা ছাএদলের সাবেক সভাপতি ও মহানগর ছাএদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠু , সাবেক ছাএনেতা ওয়ালিদুর রহমান সোহেল, সিলেট শুনামগন্জ জেলার সেচ্ছাসেবক দলের সহ সাহিত্য বিষয়ক সম্পাদক আফজাল জারদিগীর, সাবেক ছাএনেতা মোনোয়ার হোসেন, সেবুল নয়ন ও মোহাম্মদ শাহ আলম।