কুলাউড়ায় নকল-মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রতিরোধে জনসচেতনামূলক সভা

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫ | আপডেট: ৪:১৯:অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়ায় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) রাতে শহরস্থ লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতালের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সিনিয়র সহসভাপতি সৌম্য প্রদীপ ভট্রাচার্য সজলের সভাপতিত্বে নকল-মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি মৌলভীবাজার জেলার ওষুধ তত্ত্বাবধায়ক মেহেদী হাসান।

সমিতির সহসভাপতি মো. শেলুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, ফার্মেসি মালিক মোশাররফ হোসেন শামীম, আতিকুর রহমান আনু, প্রদীপ বাবু, বাদশা মিয়া, আসাদ চৌধুরী প্রমুখ। এ সময় কুলাউড়া শহরের ফার্মেসি ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে সমিতির পক্ষ থেকে কুলাউড়া সরকারি কলেজের প্রয়াত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি সদ্যপ্রয়াত হাজী চেরাগ আলীর মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।