সোমবার (৭ ফেব্রুয়ারি) এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি।
পিঠের পুরোনো চোটে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হয়ে গেছে সিলেট সানরাইজার্সের পেসার তাসকিন আহমেদের। তার পরিবর্তে ডাক পেয়েছেন এ কে এস স্বাধীন।
বিবৃতিতে বলা হয়, ‘ইনজুরির কারণে বিপিএল থেকে ছিটকে গেছেন পেসার তাসকিন আহমেদ। তার পরিবর্তে নেওয়া হয়েছে এ কে এস স্বাধীনকে।’
একই কারণে সিলেটের হয়ে শেষ দুই ম্যাচেও ছিলেন না তাসকিন। পরে এমআরআই করালে তার পুরনো চোট ধরা পড়ে। দলের সঙ্গে সিলেটেও এসেছিলেন তাসকিন। তবে অনুশীলন করেননি। শেষ পর্যন্ত ছিটকেই যান। চার ম্যাচ খেলে এই পেসার নিয়েছেন ৫ উইকেট।
তার পরিবর্তে ডাক পাওয়া ১৯ বছর বয়সী স্বাধীন এর আগে মাত্র ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলা এই তিন ম্যাচ উইকেট পেয়েছেন ৪টি। সর্বোচ্চ ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন এই ডানহাতি পেসার।