
মৌলভীবাজারের কুলাউড়ায় পৌর জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
পৌর জামায়াতের সভাপতি রুহুল আমীন রইয়বের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
সংগঠনের পৌর সেক্রেটারি সিনিয়র শিক্ষক মনসুর আহমদ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুনতাজিম, জামায়াত নেতা খন্দকার আব্দুস সোহবান, পৌর সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, সহ-সেক্রেটারি মো. সাইফুল ইসলাম খান ও মো. আলাউদ্দিন, শুরা সদস্য রাজানুর রহিম ইফতেখার প্রমুখ।
এ সময় জামায়াতের সাবেক আমির আব্দুল বারীসহ,বিভিন্ন সামাজিক সংগঠন, গনমাধ্যম কর্মী ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা হাসান আলী।