
মৌলভীবাজারের কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরাম (টিবিএফ) ও দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকেলে জেলা পরিষদ অডিটরিয়ামে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা, ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মরহুম আলহাজ চেরাগ আলীসহ অন্যান্য মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
টিবিএফের চেয়ারম্যান আলহাজ মঈনুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মইনুল হক বকুলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদোয়ান খান, কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম ও আমার দেশ প্রতিনিধি চৌধুরী আবু সাঈদ ফুয়াদসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা করেন দক্ষিণ বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আশরাফ হোসেন এবং দোয়া পরিচালনা করেন উত্তর বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মাহমুদুর রহমান ইমরান।