ইতালিতে সি.কে.ফুডের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম মৃধার আমন্ত্রণে বর্ণাঢ্য ইফতার আয়োজন: ৯’শ রোজাদারদের অংশগ্রহণ

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালির বিশিষ্ট ব্যবসায়ী সিকে ফুড এস আর এর এর স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম মৃধার আমন্ত্রণে প্রতি বছরের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম মোঃ রকিবুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্যা চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সম্মানিত সদস্য, ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সভাপতি পদপ্রার্থী ঢালী নাসির উদ্দিন, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনান সিদ্দিকী সহ রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের শীর্ষস্থানীয় অসংখ্য নেতৃবৃন্দ সহ প্রায় ৯ শতাধিক রোজাদাররা।
সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা সি.কে ফুডের ভূয়সি প্রশংসা করেন এবং বর্তমানে সি কে ফুড ২৬ টি দেশে শাখা রয়েছে ভবিষ্যতে সারা বিশ্বে এর নাম ছড়িয়ে বাংলাদেশকে প্রেজেন্ট করার আহ্বান করেন তারা।
এসময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম মৃধা সি.কে.ফুড এর প্রতিষ্ঠাতা মোঃ আলী খাঁন এর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। এবং সকলকে সিকে ফুডের হালাল পণ্য ক্রয় করার আহ্বান করেন।
শেষে ইফতার ও দোয়া মাহফিলে সিকে ফুড এস আর এল এর প্রতিষ্ঠাতা মোঃ আলী খাঁন, স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম মৃধার পরিবার সহ বিশ্বের সকল মুসলিম উম্মার সুখ শান্তি ও সামৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন টিএমসি মসজিদের ইমাম ও খতিব।