
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রবাসি অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুরে হঠাৎ করে ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে ব্যবসায়ীদের মধ্যে। ‘শয়তানের শ্বাস’ দিয়ে প্রতারণ চক্র ব্যবসায়ীদের কাছ থেকে লুটে নিচ্ছে হাজার হাজার টাকা। চলতি সপ্তাহে দুই থেকে তিনটি ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। সর্বশেষ সোমবার উপজেলার পৌরশহরে এক চাল ব্যবসায়ীর নিকট থেকে ৫৮ হাজার টাকা হাতিয়ে দেয় প্রতারকচক্র।
ব্যবসায়ীরা জানান, পবিত্র রোজার ঈদের ঘন ঘনিয়ে আসার সঙ্গে শহরের জগন্নাথপুর বাজারে ক্রেতাদের ঢল নেমেছে। বেচাকেনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা। এরমধ্যেই হঠাৎ করে প্রতারকচক্র ‘শয়তানের শ্বাস’ দিয়ে ব্যবসায়ীদের ফাঁদে ফেলে হাতিয়ে দিচ্ছে হাজার হাজার টাকা।
সোমবার বেলা দুইটার দিকে পশ্চিম বাজারের চাল ব্যবসায়ী আনিক উল্লাহ দোকানে ক্রেতা সেজে ৩/ ৪ জন ব্যক্তি চাল কিনতে যান। প্রথম তাদের এক কেজি চাল ক্রয় করে। এসময় ওই চক্রের আরেকজন পাঁচশত টাকার একটি নোটের ভাংতি দেয়ার জন্য দোকানদারকে বলেন। যখন দোকানের মালিক আনিক উল্লাহ টাকার নোট-টা ধরতে যাবেন তখনই কৌশলে স্কোপোলামিন নাকে ছিটিয়ে দেয়। তখন ওই প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে যান তিনি। নিজের ক্যাশবক্স থেকে ৫৮ হাজার টাকা চক্রের হাতে তুলে দিলে তারা টাকা দিয়ে চস্পট দেয়। একই বাজারের প্রনর নামের এক ফার্মেসীর মালিকদের নিকট থেকে একই পদ্ধতিতে ৪২ হাজার টাকা ছিনতাই করা হয়। এরকম আরও এক দুইটি ঘটনার খবর পাওয়া গেছে।
জগন্নাথপুর বাজার ব্যবসায়ী নিউ ঝলক ফ্যাশনের মালিক কদ্দুস মিয়া বলেন, এ মুর্হুতে ঈদের বেচাকেনা নিয়ে খুবই ব্যস্ত সময় যাচ্ছে আমাদের। এরমধ্যে হঠাৎ করে ‘শয়তানের স্বাস’ দিয়ে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় আমরা আতঙ্কিত।
জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মশাহিদ ভূঁইয়া বলেন, অভিনব কায়দায় ব্যবসায়ীদের নিকট থেকে টাকা লুট করে নিচ্ছে একটি চক্র।
আমরা প্রতারণা রোধে সচেতনার জন্য ব্যবসায়ীদের দোকানে দোকানে প্রচার করেছি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন,প্রতারণা, চুরি, ছিনতাই রোধে পুলিশ কাজ করছি। পাশাপাশি ব্যবসায়ীদেরকে আরো সচেতন হতে বলে তিনি জানান।