ইতালির ভেনিসে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে পালন করেছে ইতালি আওয়ামীলীগ ভেনিস শাখা

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৫ | আপডেট: ৭:৪৫:অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৫

ইতালি প্রতিনিধি

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইতালি আওয়ামীলীগ ভেনিস শাখার উদ্যোগে ভেনিস যুবলীগের সার্বিক সহযোগিতায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় একটি অভিজাত গ্রান্ড সেন্ট্রাল রেস্টুরেন্টে ইফতারের পূর্বে ভেনিস আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামীলীগের সহ সভাপতি বিল্লাল হোসেন ঢালী।

প্রধান অতিথি তার বক্তব্যে মহান স্বাধীনতা দিবসের গুরুত্ত তুলে ধরেন। দেশের বর্তমান যে অরাজকতা ও স্বাধীনতা বিরুধীদের রাজত্ব কায়েম করছে এর তীব্র নিন্দা জানান।তিনি দলীয় নেতাকর্মীদের এক হয়ে প্রবাস থেকে দলের সভানেত্রীকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে যা যা করণীয় রয়েছে সেইদিকে সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ভেনিস আওয়ামীলীগের সদস নান্নু সর্দার ,সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম,সহ সভাপতি আবুল কালাম আজাদ,মশিউর রহমান,হাকিম মাষ্টার ,সিনিয়র যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন,সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা,কামাল লাকুরিয়া,শেখ আলাউদদীন,সবুজ সৈয়াল ,কামাল আহমেদ জুয়েল,সোহেল মিয়া,শহিদুল ইসলাম,আব্দুর রশিদ ভূঁইয়া,নূরে আজম লিটন,আবু বক্কর,যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা সৈয়াল কালু,সাধারণ সম্পাদক সজীব মুন্সী,ফয়সাল আহমেদ,মোরাদ ঢালী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বুলু সৈয়াল,বিল্লাল হোসাইন,মামুন ঢালী,মোবারক হোসেন,কবির মাহমুদ,নোয়াজ শরিফ,জিল্লাল হোসাইন,মিরাজুল ইসলাম রিপন,নূরে আলম সহ ভেনিস আওয়ামীলীগ যুবলীগ সহ দলীয় নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে ইফতারের পূর্বে বঙ্গবন্ধু সহ সকল মুক্তিযোদ্ধাদের মাগফেরাত কামনা করে ,শেখ হাসিনা সহ দলীয় নেতাকর্মীদের সুস্থতা ও বিশ্বের সকল মুসলিম এর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

পরিশেষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত দলীয় সকল নেতাকর্মীদের ভেনিস আওয়ামীলীগের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি গঠে।