কুলাউড়ায় রহিমা আমিন হাফিজিয়া মাদ্রাসা ও ওয়াই ডি এফ অর্ফান সেন্টার শাখার ফলাফল, পুরস্কার ও বিদায়ী অনুষ্ঠান সম্পূর্ণ

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৫ | আপডেট: ১০:৩৭:অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়ার করেরগ্রামে রহিমা আমিন হাফিজিয়া মাদ্রাসা ও ওয়াই ডি এফ অর্ফান সেন্টার শাখার ফলাফল, পুরস্কার ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ২৭ মার্চ বৃহস্পতিবার। সকাল ১১টায় করেরগ্রামে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী রাহিম আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যক্ষ ক্বারী জামাল আহমদ ও ক্বারী ইকবাল হোসেন মাহাদী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জামে মসজিদের খতিব মুফতি আহসান উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন প্রবাসী আব্দুল কাইয়ুম চৌধুরী, করেরগ্রাম শ্রীপুর পঞ্চায়েতের সাধারণ সম্পাদক আহাদ চৌধুরী, সাবেক সভাপতি মোমিন চৌধুরী, আবুল আজাদ চৌধুরী, দেলু মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি হাজী ফজলুর রহমান চৌধুরী। মাদ্রাসার সাধারণ সম্পাদক নাসির জামান খান জাকি ও ক্বারী রুমেল আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে মাসব্যাপী দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পরীক্ষায় জামাতের সুরা হতে রাবে পর্যন্ত প্রতিটি স্তরে শিক্ষার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কারসহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি সকল ক্বারীকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে সকলকে ইফতার প্রদানসহ এতিম শিক্ষার্থীদের মধ্যে উপহার হিসাবে দেয়া হয় ঈদের নতুন জামা।
অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করেন রহিমা আমিন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রবাসী রুহুল আমিন চৌধুরী মামুন ও ওয়াই ডি এফ অর্ফান সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ লস্কর সহ অনেক প্রবাসী দাতা সদস্যবৃন্দ।