ইতালির মনফলকোণে খোলা মাঠে ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে মুসলমানদের বৃহৎ ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিরা

ইতালি প্রতিনিধি
ইতালির মনফলকোণে ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে খোলা মাঠে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এই বছর খোলা আকাশের নিচে সবাই মিলিত হয়ে এক সাথে নামাজ আদায় করতে পরে অনেক আনন্দিত সকলেই। পুরুষের পাশাপাশি মাঠের পাশেই একটি হলরুমে অসংখ মহিলা নামাজ আদায় করেছেন। পরিবার পরিজন নিয়ে এক সাথে নামাজ আদায় করতে পেরে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন কমিউনিটির নেতৃবৃন্দরা।
দলমত নির্বিশেষে ইতালির মনফলকনে শহরে এই বছর সকল কমিউনিটি কে সাথে নিয়ে প্রবাসী বাংলাদেশী সহ অন্নান্ন দেশের মুসলিম নাগরিক সহ খোলা মাঠে ঈদের নামাজের আয়োজন করা হয়। এই বছর ঈদের দিন ছুটি হওয়াতে প্রবাসী বাংলাদেশিরা স্বস্তির সাথে ঈদের নামাজ আদায় করতে পেরেছেন। তারপরেও কিছু প্রবাসীদের নামাজ শেষে কর্মস্থলে ছুটি না পেয়ে চলে যেতে দেখা যায়। বিশাল একটি ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হওয়ায় প্রবাসী আয়োজকদের ধন্যবাদ জানান। খোলা মাঠে নামাজ আদায় করতে পেরে প্রবাসীরা দেশীয় ঈদের আমেজ পেয়েছেন বলে মন্তব্য করেন।
মনফলকনের সান মিকেলে হলের সম্মুখে খোলা মাঠে অনুষ্টিত ঈদের নামাজের পূর্বে সকাল ৭ টা ১৫ থেকে ঈদ গায়ে ঈদের বয়ান শুরু হয় এবং ৮.১৫ মিনিটে ঈদের নামাজ আদায় করেন।
এই ভাবে ঈদের নামাজ গুলো সকল কমিউনিটি এক সাথে সবসময় আয়োজন করে প্রবাসীদের সাথে নিয়ে প্রত্যেক বছর যেন অব্যাহত থাকে এমনটাই আশা করেন সকলেই। মনফলকনে খোলা মাঠ ছাড়াও মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিরা।