
মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন আগামী ২৬ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক খন্দকার লুৎফুর রহমান রোববার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী ৬ এপ্রিল (রবিবার) এবং আগামীকাল ৭ এপ্রিল (সোমবার) মনোনয়নপত্র বিক্রি করা হবে। প্রথম দিনেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২১ জন প্রার্থী, যা নির্বাচন ঘিরে ব্যাপক আগ্রহের প্রতিফলন।
প্রার্থীদের মধ্যে রয়েছেন—
সাধারণ সম্পাদক পদে: এম আতিকুর রহমান আখই
সহ-সাধারণ সম্পাদক: ইকবাল হোসেন সুমন, সাইফুর রহমান
কোষাধ্যক্ষ: মো. বদরুল ইসলাম
প্রচার ও প্রকাশনা সম্পাদক: এইচ ডি রুবেল
নারী উদ্যোক্তা সম্পাদক: সুফিয়া রহমান ইতি
ওয়ার্ডভিত্তিক প্রার্থীদের মধ্যে আছেন—
১ নম্বর ওয়ার্ড: নজরুল ইসলাম
৩ নম্বর ওয়ার্ড: কামাল আহমদ, জনি খান (সম্পাদক ও সদস্য)
৪ নম্বর ওয়ার্ড: মুহিবুর রহমান জাবেদ (সম্পাদক), মো. হায়দার আলী (সদস্য)
৬ নম্বর ওয়ার্ড: জুবের খান, মো. খায়রুল ইসলাম, ইকবাল আহমদ দিপু (সম্পাদক ও সদস্য)
অন্যান্য সদস্য প্রার্থীরা হলেন: শেখ মো. আছকর আলী, জসিম মিয়া, নজরুল ইসলাম সোনা, কামাল আহমদ, আব্দুল হান্নান সোহাগ
৮ নম্বর ওয়ার্ড: আতিকুল ইসলাম (সম্পাদক), সুদীপ আচার্য (সদস্য)
তফসিল অনুযায়ী:
৮ এপ্রিল (মঙ্গলবার): মনোনয়নপত্র দাখিল
৯ এপ্রিল (বুধবার): যাচাই-বাছাই
১০ এপ্রিল (বৃহস্পতিবার): মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন
১২ এপ্রিল (শনিবার): প্রতীক বরাদ্দ
২৬ এপ্রিল (শনিবার): সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ, স্থান—উপজেলা পরিষদের জেলা পরিষদ অডিটোরিয়াম
নির্বাচন আহবায়ক খন্দকার লুৎফুর রহমান জানান, এবারের নির্বাচনে মোট ২০টি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে সভাপতি ১ জন, সহসভাপতি ২ জন, সাধারণ সম্পাদক ১ জন, সহ-সাধারণ সম্পাদক ২ জন, কোষাধ্যক্ষ ১ জন, দপ্তর সম্পাদক ১ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ১ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ১ জন এবং নারী উদ্যোক্তা সম্পাদক ১ জন। এছাড়া ৮টি ওয়ার্ডে প্রত্যেকে ১ জন সম্পাদক ও ২ জন সদস্য নির্বাচিত হবেন।
কুলাউড়ার ব্যবসায়ী মহলে নির্বাচনকে ঘিরে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। প্রতিদ্বন্দ্বীদের প্রচারণা এবং প্রস্তুতিতে এলাকায় নির্বাচনী আমেজ।